STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Tragedy Inspirational

3  

Piyali Mukherjee

Abstract Tragedy Inspirational

জীবন যেখানে যেমন 🌿(পর্ব-শুরু)

জীবন যেখানে যেমন 🌿(পর্ব-শুরু)

2 mins
151

#জীবনের গল্পকথা 

 "আমাকে খোঁজো না তুমি বহুদিন - কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো ;  এক নক্ষত্রের নিচে তবু - একই আলো , পৃথিবীর পারে আমরা দুজনে আছি ; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়".... 

(জীবনানন্দ দাশ---)

তখন দরজার পাশে, ভোরের আকাশে, স্ট্রিট ল্যাম্পের আবছা আলোয়, বৃষ্টিভেজা সন্ধ্যেতে, অনেক ভিড় ঠেলে বা একলা ময়দানে ঘিরে ধরে মুঠো মুঠো যন্ত্রণার দানা। হয়তো বুঝতে চাই না, বা পারি   না ! কেন চরের বালির মতন পায়ে পায়ে ঘুরে থাকে ওই যন্ত্রণারা... ঠিক পোষা প্রাণীর মতন।

এগুলো আমরা ঝেড়ে ফেলতে চাই, বা ঝরে যাওয়াই হয়তো বা স্বাভাবিক, কিন্তু সহজে ঝরে কই !!      অনেকে আবার আপস করে , দাঁতে ঠোঁট কামড়ে কান্নাও গিলে ফেলে। শাওয়ারের জলে গালের জল মিশে যায়। কলের জলের শব্দে, শব্দ ঢাকে...হৃদয় ভাঙার...  প্রত্যেক দিনের নিজস্ব একটা যন্ত্রণা থাকে। প্রত্যেক মানুষেরও। কেউ কেউ সেটা লুকোতে পারে না। কেউ বা আবার পারে। চোখেমুখে হাসি এনে বোঝাতে চায় অনেক কিছু । মনে করে হয়তো কোনোদিন জ্যোৎস্না এসে আলো দিয়ে ঢেকে দেবে জীবনটাকে...

এরই নাম জীবনের পথচলা। কেউ কেউ বলে দূরত্ব বাড়লেই গুরুত্ব বাড়ে। ওটাই বেশ। এটা কোনো গল্প নয়, আত্মকথন। তবে অনেকের। মুখ অনেক, কিন্তু বক্তব্য একটাই। 

তাই শুরু "জীবন যেখানে যেমন" 🌿।                হয়তো মাঝে গল্প থাকবে। থাকবে হাসি-মজা, আত্ম-সচেতনতা, সুন্দর করে নিজেকে পেশ করা, এমন অনেক কিছুই ......  কিন্তু এটা অনেক মেয়ের আত্মকথন। একক নয় , সমাজের রূপকথা।         যেমন আমরা অনেকসময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাঞ্জল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কী অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার! তাই শুরুটা হয়তো এখানেই। আচ্ছা, আজ আসি। 

পরের এপিসোডে অন্য কথায় আত্মকথন .......

(ধারাবাহিক.....

(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়) 



Rate this content
Log in

Similar bengali story from Abstract