রাই- পদাবলী 🌼
রাই- পদাবলী 🌼
#বর্ষার রূপকথারা
প্রিয় ভানুসিংহ ,
আগের মত এখন আর চিঠি লেখা হয় না। মনের রাজ্যে জমানো কথাগুলোও যেন লেখার মাঝে বন্দি করা হয় না। চলে গেলো জীবনের কতগুলো বছর! ভার্চুয়াল যুগের নতুনত্বে মিশে আমরা একে অপরের প্রতি ভালোবাসার টান তাই অনেকটাই যেন আর তেমনভাবে অনুভব করি না। আজ অনেক দিন পরে (হুম্, প্রায় এক বছর) তোমায় কিছু লিখতে বসলাম। জানিনা মনের কথাগুলো পাণ্ডুলিপির শব্দে শব্দে তোমার মনে ছবি অংকন করবে কিনা!!
তোমার ভালো হয়তো নাও লাগতে পারে, কিন্তু চেষ্টা তো করতে পারি।
বহুদিন হয়ে গেছে, একসাথে রাত দেখিনা। একসাথে নদীর ধারে বেড়াতেও যাই না। আগের মত বিকেলগুলোও অতিক্রম করিনা। পুরনো দিনের স্মৃতিগুলো আজও যেন অম্লান মন-পাড়ায়। পাখিদের কলরবে মুখরিত লোকারণ্যহীন প্রান্তরে সবুজ অরণ্যে খুঁজে পাওয়া সুখের মাঝে তাই এখনো তোমায় স্মরণ করি।
দেখতে দেখতে অনেকগুলো বর্ষা চলে গেলো। বর্ষা ছিলো তোমার প্রিয় একটা ঋতু। কত খেয়ালী পাগলামি ছিলো এই বর্ষাকে ঘিরে।
তোমার সর্বশেষ চিঠিতে বলেছিলে হারানো একটা বর্ষার কথা। জানো, চিঠিটা বেশ অনেকবার পড়েছি। ভালোবাসায় জড়ানো শব্দমালা আমাকে নিয়ে গেছিলো সেই সোনালী অতীতে। ....
তোমার জন্য আকাশ পাঠিয়েছি
পাঠিয়েছি কিছু শব্দ, জাদুর শব্দ
খুলে দেখো,
তোমার মন ভালো করে দেওয়া বৃষ্টির ঝুম শব্দ শুনতে পাবে।
পাঠিয়েছি তোমার প্রিয় ঘ্রাণ চিঠির খামে
মাটির সোঁদা গন্ধ
ছুঁয়ে দেখো
উপলব্ধি করতে পারবে আমায়।
আচ্ছা, তুমি কি মেঘের গর্জন পছন্দ করো?
রাতের আকাশে বিদ্যুতের লুকোচুরি আর আলোর ঝলকানিতে কখনো আমায় দেখেছ কি তুমি?
আমি তোমায় কালো মেঘ উপহার দিয়েছিলাম
পৌঁছাতে পৌঁছাতে কালো মেঘ গলে পানিতে রূপ নিয়েছে হয়তোবা।
বিজ্ঞান তো এমনই বলে
ভালোবাসার মেঘও কি পানি হয়ে যায়?
আচ্ছা, চিঠিটা কি ভিজে গেছে?
মাটির সোঁদা গন্ধ কি বাতাসে উবে গেছে?
পরের চিঠিতে নাহয় বৃষ্টিস্নাত ভেজা কদম পাঠাব
সাথে একঝাঁক বৃষ্টি।
আমার অপেক্ষায় থাকা তোমার চোখের প্রতিটি কান্নার জলকে
এই বিশাল আকাশের বৃষ্টি নিজের করে নেবে, মিশে একাকার হয়ে
যাবে। শোনো এবার আমি বৃষ্টিস্নাত মৌসিনরামের স্বাদ পাঠাব তোমায়,
কিন্তু তুমি পরের চিঠির অপেক্ষায় রইবে তো?
আরো একটা কথা শোনো , প্লিজ এইবার বর্ষা এলে আমার শহরে ভিজো। লিখে রেখো কিছু কথামালা আমাকে ঘিরে। পরে পাঠিয়ে দিয়ো তবে তোমার চেনা ঠিকানায়।।......
(ধারাবাহিক....
