রাই-পদাবলী🌼 (পর্ব -৪)
রাই-পদাবলী🌼 (পর্ব -৪)
প্রিয় ভানুসিংহ,
পুজো এলো শেষ পর্যন্ত। পুজো মানেই যেন এক আলাদা অনুভূতি। আনন্দ, ভালোলাগা, ভালোবাসায় ভরা এক উষ্ণ সময়। জানো, আমার বড়ো প্রিয় এই কটা দিন। যদিও বড়ো ব্যস্ততায় কাটছে এই দিনগুলো। তবুও যেন এক অদ্ভুত অনুভূতি। মন কেমন করা আনন্দ।
ঠিক যেমন পুজো এসে গেলেই দুর্গার এমন মনে হয়, তেমনি আমারও হয়। " শিউলির গন্ধ, মাঠে মাঠে কাশফুল, আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা, ঝিরঝিরে বাতাস , কুমোর পাড়ায় দুগ্গা মায়ের মুখে হাসি, আর ক'দিন বাদেই দামোদরের পাশে বসবে শেষ মেলা। প্যাণ্ডেল শুরু হবে , সব মিলিয়ে একটা হৈ হৈ রৈ রৈ ব্যাপার। নতুন জামা-জুতো , মায়ের শাড়ি সব নিয়ে বাবা আসবে কলকাতা থেকে । কি মজাই যে হবে তখন ! একটু ভালো-মন্দ খাবারের ব্যবস্থাও হবে তখন বাড়িতে... আর কি।
নাহলে সারা বছর তো ওই একই ভাবে চালানো। সে যাই হোক, বড়ো ভালো লাগে এইসময় দুর্গার । বাবা বলে, " দুগ্গা মা আসবে আর আমার দুগ্গা মায়ের মুখে হাসি ফুটবে না, তাই কি করে হয় ! মধ্যবিত্ত আমরা, এটুকু আনন্দের ভাগীদার তো আমরাও হতে পারি । " একথা ভেবেই দুর্গা বোঁ করে এক পাক ঘুরে নিলো। দৌড়ে আমবাগানের ভিতর দিয়ে নদীর দিকে এগিয়ে গেল। ঠিক এই সময়েই পেছন থেকে শুনতে পেলো, মা ডাকছে, " দুর্গা... দুর্গা।।"
"বছর পরে আবার এল মা যে , পুজো পুজো গন্ধ নিয়ে , নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয়ার খুশীতে মন নাচে, এলো এলো এলো এলো মা , দুর্গা মা ।"
তুমি ভাবছো নিশ্চয়ই, এখনও আমি কেন একটাও কবিতার কথা বললাম না !! বলবো, এবার। আসলে, একটু সময় নিচ্ছিলাম মাত্র। এখন যেন সব সময়েই ভালো থাকতে পারাটাই আমাদের লক্ষ্য। তাই.... আচ্ছা, একটা কবিতার কথা বলি। শুনেছো হয়তো কবিতাটা, আমি না হয় আরেকবার বললাম,
" এবার কেন অন্যরকম পুজো ।
আগের বছর ছিলাম কোথায় দুজন । চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু ।
তুমি আমি এ পঞ্চমী
হুমম...
তুমি আমি এ পঞ্চমী,
থাকছি পাশে তাই ।
২৪ ঘণ্টা কাটুক এরকম ভাবেই চাই ।
পুজো পুজো পুজোয়
প্রেমের গন্ধ লেগেছে,
তোমার আমার ভালবাসার
গল্প জমেছে ।
ষষ্ঠীরকাল, খুব বেসামাল । শাড়ির ভাঁজে নজর কাড়ার ইচ্ছে । সাধের সানাই বাজাতে চাই, কিন্তু এ মন বারণ করে দিচ্ছে ।
এ সপ্তমীটার ইচ্ছে দেদার,
ফুচকা খাওয়ার ফন্দী পেটে আঁটলো ।
সাজতে লাগে অনেক সময়,
ইচ্ছে আমার বড্ড ব্যাগার খাটলো ।
তুমি আমি আর অষ্টমী, প্যান্ডেলে রাত ।
একটু ফাঁকা সময় পেলে, কেয়াবাত কেয়াবাত ।
পুজো পুজো পুজোয়
প্রেমের গন্ধ লেগেছে,
তোমার আমার ভালোবাসার
গল্প জমেছে ।
বলো দুগ্গা মাঈকি জয় ।
আসছে বছর আবার হবে... নবমীর দিন , অল্প রঙিন । ভুগলো এ মন, দিন ফুরোনোর রিস্কে ।
চল না বাপি, রাস্তা মাপি
আশের পাশের কাছের কোনো ডিস্কে ।
দশমী কারো হয় মন খারাপ,
এগিয়ে আসে মায়ের যাওয়ার ঘন্টা ।
আশায় থাকি, আসছে বছর
আবার উড়ুক এমনভাবেই মনটা ।
তুমি আমি কী দুষ্টুমি,
কষছি মনে তাই ।
গোটা বছর এমনি কাটুক,
এরমভাবেই চাই ।
পুজো পুজো পুজোয়
প্রেমের গন্ধ লেগেছে,
তোমার আমার ভালোবাসার
গল্প জমেছে ।। "
কেমন? পড়লে কবিতাটা? জানিও কেমন ? আসি আজ।
ইতি, ------
