জীবন নাকি পুতুল খেলা
জীবন নাকি পুতুল খেলা
জীবন, সংসার এগুলো যেন একটা পুতুল খেলা। কোনো কিছুই এ জীবনে চিরস্থায়ী নয়। তবুও সব কিছু জেনেও যেন জীবনে আমরা দুঃখের মরুভূমিতে সুখ নামক মরীচিকা খুঁজতে যায়। আর এভাবেই প্রতিটি দুঃখ, কষ্টের মাঝে সুখ খুঁজতে খুঁজতে জীবন এসে দাঁড়ায় তার অন্তিম পর্বে। তখন জীবনের শেষ প্রান্তে এসে আমরা বুঝি আমাদের সব চাহিদা কখনোই পূরণ হয় না। তবুও আশায় বাঁচি আমরা যে হয়তো কখনো আমাদের না পাওয়া, না পূরণ হওয়া আশা গুলো একদিন পূর্ণতা পাবে। আর এভাবেই আশায় বেঁচে থাকে মানুষ যে হয়তো কোনো একদিন 'সব ঠিক হয়ে যাবে'। এভাবেই জীবনের পথে সুখ, দুঃখ, আনন্দ, কষ্ট, সাফল্য, ব্যর্থতা, হাসি, কান্না, ভাঙা, গড়া নিয়ে চলতে চলতে যখন আমরা জীবনের শেষ পর্বে এসে দাঁড়ায়... তখন মনে হয় গোটা জীবনটা, সংসার এগুলো যেন ঠিক ওই ছোটোদের পুতুল খেলার মতো... এতদিন ধরে সংসারে যা করে এসেছি, সব কিছুই যেন অযৌক্তিক, অর্থহীন।
এই পৃথিবীর সব সুন্দর জিনিসেই যেন একটা মায়া জড়ানো আছে। আর সেই মায়ার জালে আমরা নিজেদের জড়িয়ে ফেলেই ,সুখের স্বপ্ন দেখতে আচ্ছন্ন হয়ে যায়...কেবলমাত্র জীবনের শেষ সীমানায় এসে উপলব্ধি করার জন্য যে এসবই ছিল মরীচিকা মাত্র। আর সেই সুখ নামক মরীচিকা দের পিছনে ছুটতে ছুটতে.... কখন যে আমাদের জীবনটা পুতুল খেলায় পরিণত হয়ে যায় আর কবে যে আমরা জীবনের শেষ অধ্যায়ে পদার্পণ করি তা আর আমরা টের পায় না....।
