STORYMIRROR

Titas Roy

Abstract

4  

Titas Roy

Abstract

ধূসর বাস্তব

ধূসর বাস্তব

1 min
364

আমার না মাঝে মাঝে আর বাঁচতে ইচ্ছে করে না। জানি আমার অনেক দায়িত্ব.... মা, বাবার অনেক আশা আমার উপর... জানি আমি। তবুও কেমন উদাসীন লাগে। মনে হয় বেঁচে থেকে কী হবে? ক্লান্ত লাগে খুব। একা একা লাগে। কিছুই করতে ইচ্ছে করে না.....খেতে ইচ্ছে করে না, পড়তে ইচ্ছে করে না...সারাদিন শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে। আর ভাবি কেন হল আমার সাথে এইসব? যাকে এত ভালোবাসতাম, নিজের থেকেও বেশী বিশ্বাস করতাম, সবথেকে কাছের ভাবতাম... সে আমার ছিলই না কোনোদিন। তার কাছে আমি শুধু একটি মজা মারার পাত্রী ছিলাম মাত্র! নিজেকে কেমন বোকা বোকা লাগে। কাউকে ভালোবাসা কী ভুল? কে জানে জানি না। সত্যিই কি সত্যিকারের ভালোবাসা বলে কিছু হয় আদেও? সত্যিকারের অনন্তকালের ভালোবাসা..... যা সময় বা পরিস্থিতির সাথে বদলায় না..... জীবনের উত্থান পতন, সুখ দুঃখ, ওঠা নামায় পাশে থাকে সবসময়, সত্যিই কী অমনি কোনো ভালোবাসা হয়? আমার মনে হয় না এমনি কিছু হয়। এসব শুধু গল্পের বই, টিভি- সিনেমার পর্দায়, সাহিত্যে আর গানের লাইনের মাঝেই পাওয়া যায়। সেগুলো পড়ে বা দেখে আমরা কল্পনা করি আমাদের জীবনেও হয়তোবা অমনি কেউ আসবে, কিন্তু বাস্তবে কেউ আসে না। বাস্তবটা কঠিন... সিনেমা বা টিভির পর্দার মত রঙীন নয়। বাস্তবটা খুব ধূসর.... আর এই ধূসরতার সাথে মানিয়ে নিয়েই আমাদের চলতে হয়। 


Rate this content
Log in

Similar bengali story from Abstract