প্রত্যাবর্তন
প্রত্যাবর্তন
প্রিয় ঋষি,
আড়াই বছর আগে যখন তুমি প্রেমের নামে আমার সাথে দীর্ঘদিন ছলনা করার পর আমায় প্রতারিত করেছিলে, মনে মনে খুব কষ্ট পেয়েছিলাম। তুমি ভেবেছিলে যে এই মেয়েটির তো কোনো বিশাল কিছু কেরিয়ার নেই, এই মেয়েটি জীবনে সেরকমভাবে প্রতিষ্ঠিত হতে পারবে না... তাই এর সাথে থেকে কোনো লাভ নেই। তুমি এও ভেবেছিলে যে যেই মেয়েটি তোমার কাছে নিজের মনের সব কথা না বলে থাকতে পারে না.....তুমি নিজেই যদি তার সাথে বিশ্বাসঘাতকতা করো তাহলে সে কার কাছে ছুটে যাবে ?? কাকে বলবে তার অনুভূতিগুলোর সাথে কী নিষ্ঠুরভাবে খেলা হয়েছে ?? আর সে কাউকে বললেও, কেই বা তার কথা বিশ্বাস করবে ?? কারণ, সমাজের কাছে তো কোনো প্রমাণ তুমি রাখয়নি যে তোমার আর তার মধ্যে কী ছিল !!
আমার সাথে ছলনা করে তুমি নিজেকে খুব চালাক ভেবেছিলে, ভেবেছিলে তোমার অন্যায়টা কেউ দেখতে পেল না। তোমার ভালো, ভদ্র ছেলের ইমেজটা থেকে গেল সমাজের কাছে। কেউ জানতে পারল না সেই ভদ্র ছেলেটা কীভাবে একটা মেয়ের জীবন নষ্ট করেছে সবার চোখের আড়ালে। তোমাকে বিশ্বাস করার ফল স্বরূপ আঘাত পাবার পর আমি মনে মনে খুব ভেঙে পড়েছিলাম। বারবার নিজেকে দোষারোপ করতাম একটি ভুল মানুষকে বিশ্বাস করার জন্য। ভগবানকে বারবার প্রশ্ন করতাম যে, কেন বিনা দোষে আমায় এত বড় শাস্তি পেতে হল!!
ভাবতাম, প্রতারিত হবার সেই যন্ত্রণা থেকে হয়তো কোনোদিন মুক্তি পাব না। বিশ্বাসঘাতকতার কষ্টে দীর্ঘদিন পড়াশোনা নষ্ট করায় কেরিয়ারের অবস্থাও খুব একটা ভালো ছিল না তখন। কিন্তু, অত দুরবস্থার মাঝেও নিজে নিজের কাছে পণ করেছিলাম যে......নিজেকে ভাঙতে দেব না কোনোভাবেই .... যেভাবেই হোক উঠে দাঁড়াবই আবার।
আজ, সেই ঘটনার আড়াই বছর পর....ভগবানের আশীর্বাদে আমি সত্যিই উঠে দাঁড়াতে পেরেছি। নিজের কাছে নিজের প্রতিশ্রুতি রাখতে পেরেছি। আমার পাশে কেউ না থাকলেও, আমি নিজে নিজের পাশে থাকতে পেরেছি। আমি সবসময় তোমায় একটা কথা বলতাম... যে...আমার বিশ্বাস....কেউ না থাকলেও ভগবান সবসময় পাশে থাকে। আজ, পিছন ফিরে যখন অতীতের দিকে তাকায়.... তখন একটাই জিনিস মনে হয় বারবার.... যার পাশে ভগবান থাকে, চাইলেও তার ক্ষতি কেউ করতে পারে না।
যার ভালো কেরিয়ার নেই বলে তুমি একদিন তাকে তাচ্ছিল্যের চোখে দেখেছিলে, সে এখন তোমার থেকে বেশী প্রতিষ্ঠিত। সে এখন প্রতি মাসে তোমার থেকে বেশী টাকা আয় করার ক্ষমতা রাখে। যার ভালোবাসাকে তুমি তার দুর্বলতা ভেবে দীর্ঘদিন তার সাথে ছলনা করে গেছ.... সে আজ তোমায় একটা জিনিস বুঝিয়ে দিয়েছে.... সে ভালোবাসার ক্ষমতা রাখে বা ভালো মনের অধিকারী মানেই এই নয় যে তার মন নিয়ে খুব সহজেই খেলা যায়....কারণ প্রত্যাবর্তন করতে সেও পারে। যার মনকে তুমি একদিন আঘাত করে পাথরে পরিণত করে দিয়েছিলে, সে আজ তোমায় পাহাড় হয়ে দেখাতে পেরেছে।
ইতি,
তিস্তা

