STORYMIRROR

Titas Roy

Romance Others

4  

Titas Roy

Romance Others

ফিরে দেখা

ফিরে দেখা

3 mins
234

প্রিয় ঋষি, 

একটা সময় ছিল যখন তোমায় পাগলের মতো চেয়েছিলাম, পাগলের মত ভালোবেসে ছিলাম। সব কিছু ভুলে গেছিলাম, এমনকী নিজেকেও... সব কিছু উজাড় করে ভালোবেসে ছিলাম তোমায়। তোমায় ভালোবাসার আগে আমি লোকের মুখে শুনেছিলাম মেয়েরা নাকি টাকা চাই, দামী উপহার চাই, ফুল চাই তাদের শখের পুরুষের কাছে। আমি কিন্তু এসব কিছুই চাইনি তোমার থেকে। আমি এও চাইনি যে তুমি আমায় ভালোবাসো। তুমি আমায় ভালোবাসতে চাও কী না চাও সে সিদ্ধান্ত নেবার ভার আমি তোমাকেই দিয়েছিলাম। কখনো তোমায় জোর করিনি আমাকে ভালোবাসার জন্য। সব সময় বলেছি, তুমি যদি চাও, তোমার ইচ্ছা, ইত্যাদি।তুমি বলেছিলে বন্ধু হয়ে থাকতে.....আমার অসুবিধাও ছিল না এতে....একটা সীমানা রেখে বন্ধু থাকতে। কিন্তু তুমি, তুমি তো আমাকে নিয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারলে না তোমার জীবনে। মাঝে মাঝে তোমার মনে হত তোমার জীবনে আমায় জায়গা দেবে, মাঝে মাঝে মনে হত দেবে না। মাঝে মাঝে তোমার   মনে হত বন্ধুর জায়গা দেবে আমায়, মাঝে মাঝে মনে হত প্রেমিকার  জায়গা দেবে।  নিজের ইচ্ছা অনুযায়ী চলতে। কখনো ভাবনি যে তোমার এই সিদ্ধান্তহীনতা আমায় কতটা আঘাত করত। আমি মুখে ভালো আছি বলতাম, তার মানে এই নয় যে আমি আঘাত পায়নি কখনো। এর থেকে, তুমি যদি আমার প্রস্তাবে একদম প্রথমেই নাকচ করে, দূরে সরিয়ে দিতে আমায়, আমি এতটা আঘাত পেতাম না। কিন্তু তুমি, আমার মনের কথা, আমার ভালোবাসার কথা, সব জেনেও, আমায় মিথ্যা স্বপ্ন দেখালে, তারপর একদিন, যেদিন আমি তোমার কাছে একঘেঁয়ে হয়ে গেলাম, তুমি এক লহমায় সব ভুলে গেলে। এত রাতের পর রাত কত কথা বলা, সারাদিন কথা বলার অপেক্ষা, দেখা করার ইচ্ছা সব।আমি অনেকদিন অনলাইন না থাকলে তুমি জিগ্যেস করতে যে কখন আমি অনলাইন আসব,কখন কথা হবে। এসবে মনে হত আমার যে হয়তো তোমার মনেও কিছু আছে আমার জন্য, কিন্তু, এখন বুঝি...সব মিথ্যা নাটক ছিল।  এখন  আমি বুঝেছি, আমি তোমার প্রেমিকা তো নয়ই , এমনকী   বন্ধুও ছিলাম না কোনোদিন...কারণ কেউ কারোর বন্ধু হলে  সে তাকে নিজের কাজ ফুরিয়ে গেলে ভুলে যায় না।  আমি ছিলাম শুধু তোমার জীবনে এমন একটি মেয়ে যাকে নিজের একাকীত্ব কাটাতে ব্যবহার করেছ, তারপর একসময় কাজ শেষ হওয়ায় ভুলে গেছ।  আগে   তোমার কথাগুলো শুনে মনে হত তুমি হয়তো সত্যিই আমার জন্য চিন্তা কর, সত্যিই হয়তো আমার ভালোবাসার মূল্য না দিতে পারলেও.. হয়তো বোঝো তার দাম... হয়তো তুমি আমায় আঘাত করতে চাওনি কখনো। কিন্তু এখন বুঝি সব মিথ্যা ছিল... সব... লোক দেখানি ছিল। কারণ তুমি যদি সত্যি আমার মন টা বুঝতে, তাহলে তোমার মনে যখন কিছুই ছিল না, তবু সব জেনে তোমার এতটা এগোনো উচিত হয়নি। রোজ নিয়ম করে কথা বলা, গুড মর্নিং, গুড নাইট, আমার খোঁজ খবর নেওয়া, ফোনে কথা বলা,তোমার সাথে দেখা করবার একান্তে সম্মতি দেওয়া... এসবে ভেবেছিলাম তোমার মনেও হয়তো আমার প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে। কিন্তু তোমার মনে তো কোনোদিন কিছুই ছিল না। কিন্তু তবু তুমি ভালোবাসার অভিনয় করেছ, আর আমি পাগলের মত নিজের সব উজাড় করে তোমায় ভালোবেসে গেছি। তুমি আমার কাছে জানতে চেয়েছিলে যে তোমার কখনো অন্য কাউকে পছন্দ হলে আমি কী করব.... এদিকে কখনো আমায় জানাওনি যে তোমার মনে সত্যিই প্রথম থেকেই অন্য কেউ ছিল, আমি ছিলাম না কোনোদিন। তুমি আমায় বলেছিলে আমার সদ্য যৌবনে পা রাখা সরল মন নিয়ে আমি নাকি প্রেম, ভালোবাসা বুঝতে পারব না। তুমি বলেছিলে তুমি নাকি সত্যিই বুঝেছ যে আমার তোমার প্রতি যে ভালোবাসার অনুভূতি  তা পবিত্র, তাই তুমি নাকি আমায় আঘাত করতে চাও না।  অথচ এত কিছু জেনে বুঝেও... আমার সরল মনের সব পবিত্র অনুভূতিগুলি নিয়ে আমার সাথে খেলা করে চলে গেলে। ভেবেছিলে, এই মেয়েটির কীই বা ক্ষমতা আছে, এর অনুভূতিগুলি নিয়ে খেললেও এ কিছুই করতে পারবে না, কাউকে বলতে পারবে না! একটা সময় ছিল, যখন তুমি চলে যেতে চাইলেও তোমায় আটকে নিতাম আমি। কিন্তু একটা সময়ের পর বুঝলাম, যে থাকার নয়, তার জন্য সব উজাড় করে দিলেও, সে ঠিকই চলে যাবে। তাই হাজার কষ্ট হওয়ার সত্ত্বেও যেতে দিয়েছিলাম তোমায়। ভেবেছিলাম তুমি হয়তো একবার আমার খোঁজ করবে, হয়তো একবার ও তোমার মনে হবে, তোমার আমার কাছে ক্ষমা চাওয়া উচিত, যা করেছ তার জন্য। কিন্তু তোমার একবারো মনে হয়নি। মনেও পড়েনি আমায়। একবারো আমার সাথে যোগাযোগ বা কথা বলার চেষ্টা করনি। যেন হাফ ছেড়ে বেঁচেছিলে আমার চলে যাওয়ায়। যদি কোনোদিন আমায় চাওনি তো অত মিথ্যা যত্ন, খোঁজ খবর নিয়ে আমার সাথে ভালোবাসার অভিনয় করে কী পেলে তুমি? একটা সময় খুব কষ্ট পেতাম তুমি আমায় ভুলে যাওয়ায়, ক্ষমা না চাওয়ায়। কিন্তু এখন আমি আর চাইনা তুমি আমায় মনে কর বা আমার কাছে ক্ষমা চাও। কারণ তুমি নিজের দোষ স্বীকার করে নিলেও, ক্ষমা চেয়ে নিলেও, সব কী ঠিক করে দিতে পারবে, ফিরিয়ে দিতে পারবে? তোমার এই মিথ্যা ভালোবাসার অভিনয়ে আমি দিনের পর দিন যেভাবে বিষাদগ্রস্ত হয়ে গেছিলাম... স্নান, খাওয়া, ঘুম, পড়া সব ভুলে গেছিলাম,.... কত বিনিদ্র রজনী কাটিয়ে ছিলাম... সব কিছু কী তুমি ফিরিয়ে দিতে পারবে? না তোমার ক্ষমা চাওয়ায় সব ফিরে চলে আসবে? আমার কেরিয়ারের তিনটি দামি বছর নষ্ট হয়েছে, তোমার এই আমার সম্পর্কে সিদ্ধান্তহীনতার কথা ভেবে ভেবে। পারবে সেই তিনটি বছর ফিরিয়ে দিতে? পারবে না। সুতরাং তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই । যা করেছ আমার সাথে, ক্ষমা চাইলেও সেসব ঠিক করতে পারবে না। কখনো সময় পেলে, ভেবে দেখো, যে তোমায় এতটা ভালোবেসেছিল, সে কী এতটা কষ্টের প্রাপ্য ছিল? যখন তোমায় ভালোবেসে ফেলেছিলাম তখন তুমি তার মূল্য বোঝোইনি, কিন্তু একদিন বুঝবে। সব কিছু জানার পরেও আমার হৃদয় নিয়ে এত নিষ্ঠুরভাবে  খেলার মূল্য তোমাকে ঠিকই দিতে হবে, ক্ষমাও চাইতে হবে আমার পায়ের কাছে এসে,....সেদিন তুমি আমার ভালোবাসার মূল্য বুঝবে।  কিন্তু সেদিন বুঝেও আর কিছু হবে না, অনেক দেরি হয়ে যাবে, সেদিন সব বুঝেও তুমি আর ফিরে আসতে পারবে না আমার কাছে। 


ইতি, 

তিতলি


Rate this content
Log in

Similar bengali story from Romance