ভালোলাগা না ভালোবাসা ?
ভালোলাগা না ভালোবাসা ?
ভালোলাগা আর ভালোবাসার মাঝে যে সূক্ষ্ম একটা তফাৎ আছে , সেটা কিন্তু অনেকই বোঝে না | অনেকেই প্রথম কিছু দিনের ভালো লাগা কে ভালো বাসা ভেবে ভুল করে সম্পর্কে চলে আসে | কিছু দিন বা কিছু মাস পরে যখন সেই ভালোলাগা টা ফুরিয়ে যাই, সেই মানুষ তাকে জানার কৌতূহল টা শেষ হলে যায় , তখন আর তাকে আগের মতো ভালো লাগে না, মনের মিল হই না , ফলে সম্পর্ক ভেঙে যাই , মন ভেঙে যায় , ভালোবাসার প্রতি বিশ্বাস হারিয়ে যায় | আসলে কারোর প্রেমে পড়া বা কাউকে ভালোলাগা যতটা সহজ, তাকে ভালোবেসে তার ক্ষেয়াল রাখা কিন্তু ততটা সহজ নয় | আসলে কারো প্রেমে পড়াটা যতটা চিন্তামুক্ত , কাউকে ভালোবাসাটা কিন্তু সেরকম নয় | কাউকে ভালোবাসার জন্য দায়িত্বশীল হতে হয়, দায়িত্ত্ব নিতে হয় সেই মানুষটাকে ভালো রাখার | কারো ভালো গুণগুলো দেখে বা সে কি কি করতে পারে তা দেখে তার প্রেমে পড়ে যাওয়া টা যতটা সহজ, তার দোষগুলো বা সে কি কি করতে পারে না টা জেনে যাওয়ার পর ও তাকে ভালোবাসাটা কিন্তু অতটা সহজ নয় | একটা গোলাপ যখন সবে মাত্র ফুটেছে , তখন সেটাকে দেখে ভালো লাগা যতটা সহজ , সেই গোলাপ টাই যখন পাঁপড়ি গুলো হলুদ হোয় গেছে, অনেক গুলো পাপরি ঝরে গেছে , তখনও সেই গোলাপ টাকে আগের মত ভালোবাসা কিন্তু ততটা সহজ নয়| কিন্তু যে সেই ঝরে যাওয়া গলাপটাকেও ভালোবাসতে পারে, তাকে নতুন করে ফুটতে শেখাতে পারে , সেই সত্যিকারের ভালোবাসতে পেরেছে গোলাপ টাকে|
একটা মানুষ সফল হওয়ার পর , তার সাফল্য দেখে তাকে ভালো লেগে যাওয়া টা অনেকটাই সহজ, কিন্তু সেই মানুষটাই যখন ব্যার্থ হয়েছে বার বার , তখন ও তার পাশে থেকে তাকে নতুন করে শুরু করার উৎসাহ দেওয়া অতটা ও সহজ নই | কিন্তু যে সেই মানুষটার খারাপ দিনগুলো তেও তার পাশে থেকে তাকে সাহস দেই , সে ই ওই মানুষটার ভালোবাসা পাওয়ার যোগ্য | তার থেকে আরো ভালো কাউকে পাবো জেনেও যে শুধু ওই মানুষটার সাথে থাকে , তার ভালোবাসাই সত্য | একটা মানুষের কেরিয়ার, স্ট্যাটাস , রূপ বা টাকা দেখে তাকে পছন্দ করা টা কিন্তু ভালোবাসা নই | একজন মানুষ কে তখন ই সত্যিকারের ভালবাসা যায়, যখন আমরা তার মন টা দেখে তাকে ভালবাসি , যখন তার চরিত্র, নীতি আর মূল্যবোধ দেখে তাদের কে ভালো লাগে আমাদের | কাউকে ভালো লাগলে আমরা সেই মানুষটাকে চায় , কিন্তু কাউকে ভালোবাসলে আমরা সেই মানুষটার ভালো চায় | সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না, না সময় এর সাথে না বাস্তবতার সাথে| পরিস্থিতি যতই কঠিন হোক না কে , সত্যিকারের ভালোবাসা ছেড়ে যায় না, পাশে থাকে | সত্যিকারের ভালোবাসা তে রোজ একে অপরকে উপহার না দিলেও চলে, প্রতি সপ্তাহে ডেট এ না গেলেও চলে | সত্যিকারের ভালবাসা দামী উপহার চায় না , সময় চায় | তাকেই সত্যি করে ভালোবাসা যায় যাকে নির্দ্বিধায় বলা যায় মনের সব কথা , বিশ্বাস করা যায় চোখ বন্ধ করে | সত্যিকারের ভালবাসা কখনো শেষ হই না , সময় এর সাথে সাথে আরো গভীর হতে থাকে |

