Titas Roy

Abstract Romance Fantasy

3.9  

Titas Roy

Abstract Romance Fantasy

ভালোলাগা না ভালোবাসা ?

ভালোলাগা না ভালোবাসা ?

3 mins
353


ভালোলাগা আর ভালোবাসার মাঝে যে সূক্ষ্ম একটা তফাৎ আছে , সেটা কিন্তু অনেকই বোঝে না | অনেকেই প্রথম কিছু দিনের ভালো লাগা কে ভালো বাসা ভেবে ভুল করে সম্পর্কে চলে আসে | কিছু দিন বা কিছু মাস পরে যখন সেই ভালোলাগাটা ফুরিয়ে যায়, সেই মানুষটাকে জানার কৌতূহলটা শেষ হয়ে যায় , তখন আর তাকে আগের মতো ভালো লাগে না,  মনের মিল হয় না , ফলে সম্পর্ক ভেঙে যায় , মন ভেঙে যায় , ভালোবাসার প্রতি বিশ্বাস হারিয়ে যায় | আসলে কারোর প্রেমে পড়া বা কাউকে ভালোলাগা যতটা সহজ, তাকে ভালোবেসে তার খেয়াল রাখা কিন্তু ততটা সহজ নয় | আসলে কারো প্রেমে পড়াটা যতটা চিন্তামুক্ত , কাউকে ভালোবাসাটা কিন্তু সেরকম নয় | কাউকে ভালোবাসার জন্য দায়িত্বশীল হতে হয়, দায়িত্ত্ব নিতে হয় সেই মানুষটাকে ভালো রাখার | কারো ভালো গুণগুলো দেখে বা সে কি কি করতে পারে তা দেখে তার প্রেমে পড়ে যাওয়াটা যতটা সহজ, তার দোষগুলো বা সে কি কি করতে পারে না তা জেনে যাওয়ার পরও তাকে ভালোবাসাটা কিন্তু অতটা সহজ নয় | একটা গোলাপ যখন সবে মাত্র ফুটেছে , তখন সেটাকে দেখে ভালো লাগা যতটা সহজ , সেই গোলাপটাতেই যখন পাপড়ি গুলো হলুদ  হয়ে গেছে, অনেকগুলো পাপড়ি ঝরে গেছে , তখনও সেই গোলাপটাকে আগের মত ভালোবাসা কিন্তু ততটা সহজ নয়| কিন্তু যে সেই ঝরে যাওয়া গোলাপটাকেও ভালোবাসতে পারে, তাকে নতুন করে ফুটতে শেখাতে পারে , সেই সত্যিকারের ভালোবাসতে পেরেছে গোলাপটাকে|


একটা মানুষ সফল হওয়ার পর , তার সাফল্য দেখে তাকে ভালো লেগে যাওয়াটা অনেকটাই সহজ, কিন্তু সেই মানুষটাই যখন ব্যার্থ হয়েছে বার বার , তখন ও তার পাশে থেকে তাকে নতুন করে শুরু করার উৎসাহ দেওয়া অতটাও সহজ নয় | কিন্তু যে সেই মানুষটার খারাপ দিনগুলোতেও তার পাশে থেকে তাকে সাহস দেয় , সেই ওই মানুষটার ভালোবাসা পাওয়ার যোগ্য | তার থেকে আরো ভালো কাউকে পাবো জেনেও যে শুধু ওই মানুষটার সাথে থাকে , তার ভালোবাসায় সত্যি | একটা মানুষের কেরিয়ার, স্ট্যাটাস , রূপ বা টাকা দেখে তাকে পছন্দ করাটা কিন্তু ভালোবাসা নয় | একজন মানুষ কে তখনই সত্যিকারের ভালবাসা যায়, যখন আমরা তার মনটা দেখে তাকে ভালবাসি , যখন তার চরিত্র, নীতি আর মূল্যবোধ দেখে তাদেরকে ভালো লাগে আমাদের | কাউকে ভালো লাগলে আমরা সেই মানুষটাকে চাই , কিন্তু কাউকে ভালোবাসলে আমরা সেই মানুষটার ভালো চাই| সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না, না সময়ের সাথে , না বাস্তবতার সাথে| পরিস্থিতি যতই কঠিন হোক না কেন , সত্যিকারের ভালোবাসা ছেড়ে যায় না, পাশে থাকে | সত্যিকারের ভালোবাসাতে রোজ একে অপরকে উপহার না দিলেও চলে, প্রতি সপ্তাহে ডেটে না গেলেও চলে | সত্যিকারের ভালবাসা দামী উপহার চায় না , সময় চায় | তাকেই সত্যি করে ভালোবাসা যায় যাকে নির্দ্বিধায় বলা যায় মনের সব কথা , বিশ্বাস করা যায় চোখ বন্ধ করে | সত্যিকারের ভালবাসা কখনো শেষ    হয় না , সময় এর সাথে সাথে আরো গভীর হতে থাকে | 


Rate this content
Log in

Similar bengali story from Abstract