ঝড়ের শেষে
ঝড়ের শেষে


অধ্যাত্ম সাধনায় নিজেদেরকে নিয়োজিত রাখতে চেয়েও পরিবারের চাপে বিয়ে। বৌভাতের রাতেই আত্রেয়ীকে শঙ্কর, 'বলপূর্বক বিয়েতে আজই শেষ রজনী'।
সেদিন রাতেই নিরুদ্দেশ...
আত্রেয়ী দিশেহারা, অবশেষে এক মন্দিরে বাঁচার আশ্রয়।
সেদিনও ছিল ঝড়ের রাত, মুষলধারে বৃষ্টি। এক জটাধারী সন্ন্যাসীর আগমন মন্দিরে।
আলো আঁধারিতে আত্রেয়ী অদ্ভূত প্রশান্তি দেখল সন্ন্যাসীর চোখে-মুখে। শ্রদ্ধাবনত হল আত্রেয়ী। পরমেশ্বরকে পেল ঈশ্বর রূপে।
হঠাৎই আত্রেয়ী বিস্মিত! কাকে দেখছে আজ!
- সেদিন যদি বলতে আসল উদ্দেশ্য! আমার পরমার্থকে পাওয়ার জন্য এভাবে অপেক্ষা করতে হতো না!