Subrata Nandi

Others

1  

Subrata Nandi

Others

এন.আর.সি -২

এন.আর.সি -২

1 min
600


কিন্তু এরকমটি তো হওয়ার কথা ছিল না। নিজের ভিটেমাটিতে সুখে-স্বচ্ছন্দে জীবন অতিবাহিত করার কথা ছিল। কিন্তু জাতিভিত্তিক দেশভাগের রূপরেখায় সবকিছু নিমেষে উলট-পালট হ'য়ে গেল।

  তাও বেশির ভাগ হিন্দু পরিবার দেশ ত্যাগ করে ভারতবর্ষে চলে গেলেও তারাপদবাবু মাটি কামড়ে পড়ে ছিলেন পূর্ববঙ্গের নিজস্ব এলাকায়। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বহুবার হামলা হলেও পালিয়ে যাননি তিনি।

  দেখতে দেখতে তাঁদের হিন্দু অধ্যুষিত এলাকা ফাকা হয়ে আসছিল। আর সেই সকল ঘরবাড়িতে মুসলিমদের আধিপত্য বিস্তার করছিল উত্তরোত্তর। নির্ভীক তারাপদবাবু তখনও গোঁ ধরে বসে ছিলেন যে কোনোদিনই নিজের দেশ ছেড়ে যাবেন না।কিন্তু হঠাৎই স্বপ্ন ভঙ্গ।


Rate this content
Log in