নববর্ষ,পর্ব-4
নববর্ষ,পর্ব-4


সুমনার আকস্মিক মৃত্যুর পর বিতানের জীবনে নেমে এলো আঁধার। কোনো কিছুই আর ভালো লাগত না। প্রায় মধ্যরাত পর্যন্ত মদের নেশায় বুঁদ হয়ে থাকত। স্মৃতিমেদুর মনে শুধুই সুমনার ক্যানভাস।ভগ্নাংশ জীবনে মদ্যপানই বাঁচার প্রেরণা।
এক পানশালায় অবন্তিকার সান্নিধ্য লাভ। কারণ অবন্তিকারও মদ্যপানের অভ্যাস ছিল। বিতানের সাথে অবন্তিকার কাছাকাছি আসা সেখানেই। একজন আরেকজনের মধ্যে খুঁজে পেয়েছিল একসূত্রে চলার চাবিকাঠি।
কিন্তু বিতান এত কিছুর পরও ভুলতে পারছিল না সুমনার মৃত্যুকে। আজ নববর্ষের রাতেও মনে হচ্ছে সুমনার নৃত্য পরিবেশন চলছে নিরন্তর ঘুঙুরের তালে তালে.....!!!