Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!
Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!

Subrata Nandi

Classics Inspirational

2  

Subrata Nandi

Classics Inspirational

বিলের মধ্যে বিবেকানন্দ-৪

বিলের মধ্যে বিবেকানন্দ-৪

1 min
654


একবার বিদ্যালয়ে ঐ বিশেষ দিনে "বিলের মধ্যে বিবেকানন্দ" নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা করলেন সমীর স্যার। বিলের পার্টটি কে করবে এই নিয়ে পর্যায়ক্রমে বাছাইপর্বের পরীক্ষা নিরীক্ষা করছিলেন সমীর স্যার নিজে। চূড়ান্ত বাছাই পর্বে সুতনু নির্বাচিত হলো বিলের অভিনয় করার জন্য। সেই খবরে সুতনুর কী উত্তেজনা! বিবেকানন্দ তার জীবনের আদর্শ, আর সেই আদর্শের ব্যক্তিসত্ত্বাকে ফুটিয়ে তোলার ভার পড়েছে সুতনুর। এ এক অভাবনীয় প্রাপ্তি। যথারীতি সমীর স্যারের দক্ষ পরিচালনায় মহড়া চলতে লাগল। আর বিলের 'বড়বেলা'র পার্টটি উনি নিজেই করতে সম্মত হলেন। কী অসাধারণ প্রতিভা সমীর স্যারের!

  দেখতে দেখতে সেই বহু প্রতীক্ষিত পুণ্য দিন ১২ই জানুয়ারি উপস্থিত। একটা অনবদ্য অভিনয়ের মধ্যে দিয়ে মঞ্চস্থ হলো "বিলের মধ্যে বিবেকানন্দ"। সুতনু বিলের অভিনয় করতে গিয়ে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করল বিলের বিশেষত্বে। 

 এই দিনটি 'যুব দিবস' হিসেবে পালন করা হয়।বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে সুতনু নব দিগন্তরেখার দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা খুঁজে পেল বীর বিবেকানন্দের কর্মকাণ্ডকে হাতিয়ার করে।


Rate this content
Log in

More bengali story from Subrata Nandi

Similar bengali story from Classics