Subrata Nandi

Classics

2  

Subrata Nandi

Classics

বিলের মধ্যে বিবেকানন্দ-২

বিলের মধ্যে বিবেকানন্দ-২

1 min
384


সত্যিই মিশনের শিক্ষার পরিবেশ অন্যান্য শিক্ষাঙ্গন থেকে সম্পূর্ণ আলাদা। যে রকম নিয়মানুবর্তিতা, সেরকমই সুন্দর পড়াশোনার আবহ। প্রথম প্রথম এই কড়া নিয়মের ফাঁদে হাঁপিয়ে উঠলেও পরবর্তীতে বুঝতে পেরেছিল মিশনের মাঝে বেড়ে ওঠার মহিমা। 

  সুতনু ছেলেবেলা থেকেই সব ব্যাপারে চৌখস। 'লাজুক' বা 'মুখচোরা' শব্দটা তার অভিধানে ছিল না। শৈশবেই লেখাপড়া বা খেলাধূলা বা অন্যান্য যে কোনো ব্যাপারে সর্বস্তরে এগিয়ে ছিল বরাবর। এই কারণে বিদ্যালয়ের সকল শিক্ষকদের মধ্যে সুতনুর জনপ্রিয়তা তুঙ্গে ছিল। বিশেষ করে সমীর স্যারের খুব প্রিয় ছাত্র ছিল সে। সমীর স্যার ছিলেন সাংস্কৃতিক জগতের লোক।


Rate this content
Log in

Similar bengali story from Classics