বিলের মধ্যে বিবেকানন্দ-১
বিলের মধ্যে বিবেকানন্দ-১
ছেলেবেলা থেকেই সুতনু দেখে এসেছে নিজেদের বাড়িতে রামকৃষ্ণ মিশনের সাধু সন্ন্যাসীদের অবাধ যাতায়াত। বাবা অতনু দাশ কর্মসূত্রের ব্যস্ততার জন্য তেমন একটা সময় না ক'রে উঠতে পারলেও মা শ্রমণা দাশ ঠাকুরের ভাবধারায় সারাদিনই কাটিয়ে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন।
বাবার ইচ্ছা ছিল কোনো কনভেন্টে একমাত্র ছেলের শিক্ষা গড়ে উঠুক। কিন্তু মায়ের তীব্র আপত্তিতে সে পথের দিকে আর এগোতে সাহস পাননি। বাস্তবিক ভাবেই সুতনু রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছত্রছায়ায় বেড়ে উঠল। ঠাকুরের ভাবধারায় বিশ্বাসী মায়ের হাত ধরে শিক্ষার আঙিনায় প্রবেশ।