বিলের মধ্যে বিবেকানন্দ-৩
বিলের মধ্যে বিবেকানন্দ-৩
বিদ্যালয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদামণি ও স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা আবশ্যিক ছিল। এই সূত্রে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হতো বিদ্যালয় প্রাঙ্গনে। ছেলেবেলা থেকেই সুতনু বিলের (বিবেকানন্দের ছেলেবেলার ডাকনাম) মধ্যে নিজেকে খুঁজে পেত। বিলের ডানপিটে চরিত্রের প্রতি অদ্ভূত আকর্ষণ জন্মেছিল। আরও ভালো লাগত যে বিলে ছোট-বড়, উঁচু-নীচু জাতধর্মে বিশ্বাসী ছিল না। অকুতোভয় বীরত্বের প্রতীক নরেন্দ্রনাথ তার জীবনের আদর্শ হয়ে দাঁড়াল। তাই ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করার জন্য মনটা অনেক আগে থেকেই উদগ্রীব হয়ে উঠত।