নববর্ষ, পর্ব-3
নববর্ষ, পর্ব-3
সুমনার নাচের জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো। দিন দিন ছড়িয়ে পড়েছিল তাঁর সুখ্যাতি। বিতানও খুব খুশি স্ত্রীর উত্তরোত্তর সাফল্যতে। এরকমই একটি অনুষ্ঠান ছিল কেরালার ত্রিচিতে। নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সুমনার কত্থক নাচ।
সুমনা যথারীতি স্বামীর কাছে আবদার, 'চলো না আমার সাথে। তুমি পাশে থাকলে আমি খুব নিশ্চিন্ত থাকি।'
- আমার তো অফিসের খুব চাপ। জানি না যেতে পারব কি না!
- আমার জন্য তোমাকে পারতেই হবে।
অবশেষে স্ত্রী'র জোরাজুরিতে যাওয়া। তখন কি জানত সেই শেষ যাত্রা একসাথে!
মুহূর্তের দুর্ঘটনায় জীবনের চালচিত্র পাল্টে গেল।