Subrata Nandi

Others

0  

Subrata Nandi

Others

এন.আর.সি -৪

এন.আর.সি -৪

1 min
649


সকাল হতেই চারিদিকে শোরগোল। কোথায় আগুন নিয়ে আলোচনা করবে, তা না! পাড়ার সর্বত্র একটাই আলোচনা, "এন.আর.সি"। এই কলোনির সকল অধিবাসী ওপার বাংলার বিতাড়িত হিন্দু। আজও 'উদ্বাস্তু' তকমাটা সামাজিক স্বীকৃতিতে মুছে যায় নি।

হঠাৎ কী বিপদ? এই নাগরিকপঞ্জী অন্তর্ভুক্ত ক'রে কার কী লাভ হবে?

তাছাড়া সত্যিই কী তাঁরা 'উদ্বাস্তু'?

  এই নতুন এন.আর.সি তে আবার প্রকৃতই উদ্বাস্তু হতে হবে না তো! একেই তো ভিখারি, এই এন আর সি তে কি ভিক্ষা বৃত্তি ঘুচবে? দু'মুঠো অন্নের জন্য রঙিন স্বপ্ন না দেখাই ভালো। সমাজের হাজার অচিনবাবুদের কাছে একদা শিক্ষিত বিতাড়িত মানুষদের মুখ ঝামটাই শুনতে হবে।

  এন.আর.সি দিয়ে এই অভাগা উদ্বাস্তুদের ভাগ্য সামান্যতম ফিরবে কি না সন্দেহ আছে!


Rate this content
Log in