STORYMIRROR

Alpana Ganguly

Children

4  

Alpana Ganguly

Children

গোপালের ঠাকুমা

গোপালের ঠাকুমা

2 mins
10

স্টোরি মিরর এ  শিশুসাহিত্য বিভাগ আছে দেখেছি। জানিনা ছোট ছোট শিশু রা গল্প পড়ে কিনা, বা ছোট থেকেই ওদের মোবাইলে গল্প পড়া উচিত কিনা। তবে অন লাইন ক্লাস যখন করতে পারে গেম খেলতেও পারে, তবে সময় মতো দুচার লাইন গল্প পড়লে দোষ কোথায়?
বরং গল্প পড়লে মনটা কল্পনায় পাখা মেলে উড়তে শিখবে। আনন্দ পাবে।ওদের কথা ভেবেই
আসছে আমার' দিদুনের ঝুলি'
শিশুদের জন্য লেখা ছোট গল্পের
সংকলন। যদি ছোটদের ভালো লাগে তবে দিদুনেরো খুব ভালো লাগবে।
শুরু হলো পর্ব ১
গোপালের ঠাকুমা

এক‌ দূর গাঁয়েএকটি মস্ত বড়ো আমবাগান ছিলো। সেটি ছিলো এক বুড়ি মায়ের।সে সারাদিন বাগান পাহারা দেয়।
গ্রামের দুষ্টু‌ ছেলেরা তাকে বুড়ি বুড়ি বলে খেপায়। মাঝে মাঝেই
তারা আম চুরি করে, আর দেখতে
পেলেই বুড়িমা লাঠি নিয়ে তাদের তাড়া করে।
গোপাল সে গ্রামে নতুন এসেছে।এখানে তার মামার বাড়ি। গরমের ছুটিতে গোপাল মামারবাড়িতে বেড়াতে এসেছে। গোপাল খুবই
শান্ত আর ভালো ছেলে। দুপুরে মায়ের কাছে বসে অঙ্ক করে। কিন্তু
ওর মামাতো ভাইরা আর ওদের বন্ধুরা খুব দুষ্টু। একদিন সেই দুষ্টু‌ ছেলেরা গোপালের সঙ্গে ভাব করলো।ওকে খেলতে ডাকলো।মাকে জিজ্ঞেস করে গোপাল সেই
ছেলেদের সঙ্গে খেলতে গেলো।
ছেলেরা গেলো‌ বুড়িমায়ের আমবাগানে।
গোপাল কে একটা গাছের তলায় দাঁড় করিয়ে ওরা চটপট গাছে উঠে আম পাড়তে লাগলো।‌আম পেড়ে নিজেদের কোমরে বাঁধা
গামছায় আম ভরতে লাগলো।
গোপালকেও দুটো আম দিল ওপর থেকে ছুঁড়ে। গোপাল আম দুটি হাতে নিয়ে দাঁড়িয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পরে ছেলেদের গলার আওয়াজ পেয়ে বুড়িমা লাঠি নিয়ে এলো। গাছ থেকে তাকে দেখতে
পেয়েই ছেলেগুলো গাছ‌ থেকে
লাফ মেরে নীচে নেমে ছুটতে লাগলো। পালাবার সময় বলতে লাগলো,"এই বুড়ি, তোর আম নিয়েছি, কী করবি কর/ আম গুলো সব নিয়ে গেলাম, মনের দুঃখে মর।"
বুড়িমা লাঠি নিয়ে তাদের তাড়া
করেও ধরতে পারলো‌ না।
গোপাল তো পালাবার পথ চেনে না। আম হাতে নিয়ে বোকার মত দাঁড়িয়ে ই থাকলো।
বুড়িমা বাগানে ফিরে এসে গোপালকে দেখে বাজখাই স্বরে চেঁচিয়ে উঠলো,"এই তুই কাদের‌বাড়ীর ছেলে রে?দাঁড়া, দেখাচ্ছি মজা।তারপর‌এসে শক্ত করেতার হাত ধরলো।
গোপাল ভয়ে কেঁদে ফেলে।
বলে,"ঠাকুমা, আমি আম চুরি করিনি।আমি এ গাঁয়ের ছেলে ন‌ই,
মামাবাড়ী বেড়াতে এসেছি। কিছু
চিনি না।ওদের সঙ্গে খেলতে এসেছিলাম, ওরা আমাকে ফেলে
পালিয়ে গেলো। ঠাম্মা, আমাকে মায়ের কাছে পৌঁছে দাও না। মা চিন্তা করছে।"
বুড়িমায়ের চোখের জল বাঁধ ভেঙে গাল দিয়ে গড়িয়ে পড়লো।
গোপাল কে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বললো, "পৌঁছে দেবো বাছা।
তার আগে আমার বাড়ী চল।তোকে পেট ভরে আম খাওয়াবো।
আমাকে তুই ঠাম‌্মা বললি।ওরাসবাই আমাকে বুড়ি বলে। তাই তো‌ ওদের‌ তাড়া করি। তুই
খুব ভালো ছেলে। আমার নাতি।
রোজ আমার বাড়ি আসবি।
ঠাম্মা আর নাতি হাত ধরাধরি করে চললো।তাই দেখে খুশি হয়ে বাতাস জোরে জোরে ব‌ইতে লাগলো, আর আম গাছেরা ডালপালা নাড়িয়ে গোপালকে বাহবা দিতে লাগলো।।

ছোটরা, গল্প ভালো লাগলে বোলো
তাহলে দিদুন আরো গল্প বলবে।

ক্রমশঃ


Rate this content
Log in

Similar bengali story from Children