দোষ:-
দোষ:-
আজ আমার প্রিয় মানুষটির সঙ্গে দেখা করার দিন। প্রিয় মানুষটির পছন্দের হাল্কা নীল রংয়ের কাপড় পরে তৈরী হয়ে বেরোলাম। প্রিয় মানুষটি আবার ফ্যান্সি রেস্তোরায় বসে দেখা করা, গল্প করা পছন্দ করে না। অগত্যা সেই নির্দিষ্ট জায়গাটাতেই এসে দাঁড়ালাম যেখানে আমরা দেখা প্রায়শই দেখা করি।
"বই পাড়া"... হ্যাঁ, এটাই আমাদের দেখা করার সেই নির্দিষ্ট স্থান। প্রিয় মানুষটির পছন্দের দুখানা বই কিনলাম, আজ তার জন্মদিন বলে কথা, উপহারে বই পেলে খুশি হবে খুব। এবার বই পাড়ার চা-কাকুর দোকানে গিয়ে বসি আমি, চায়ে চুমুক দিতে দিতেই বইগুলোর মোড়ক খুললাম।হ্যাঁ, বইগুলো নিজেকেই উপহার দিলাম কারন আমার প্রিয় মানুষটি "আমি'ই"। আমি নিত্যদিন সকলের খেয়াল রাখতে রাখতে নিজের জন্মদিনে এভাবেই আমার প্রিয় আমি কে নিজের মতন করে যত্ন করি আর ভালোবাসি... নিজেকে ভালো রাখা, নিজের খেয়াল রাখা তো কোনো দোষের নয়.... তাই না?
_