Manik Goswami

Fantasy

4  

Manik Goswami

Fantasy

বিপিন খুড়োর কল

বিপিন খুড়োর কল

1 min
377


বিপিন খুড়োর কল 

মানিক চন্দ্র গোস্বামী 


বিপিন খুড়ো মাথা ঘামিয়ে 

তৈরী করেছে কল;

সুতোর টানে এক নিমেষে 

হাতে হাতে পাবে ফল। 

কি চাই তোমার, আপেল, কলা,

আঙুর নাকি বেল। 

যেটায় তোমার ইচ্ছে জাগে,

ছবি ছুঁয়ে দেখো খেল। 

তিনটে ইঁদুর পায়ের চাপে 

একটা প্যাডেল ঘোরায়,

চেনের সাথে বাঁধা চাকা 

গোলাকার ঘুরে যায়। 

চাকার সাথে বাঁধা আছে 

লম্বা লোহার ছড়ি,

বনবন বেগে ছড়ি ঘোরায়

চরকায় বাঁধা দড়ি। 

চরকার আবার মজার গড়ন 

একদিকটা মোটা,

সেই প্রান্তে দড়ি ঢোকে 

বেরোতেই চ্যাপ্টা। 

চিরুনির মতো একটা যন্ত্র 

আঁচড় কেটে কেটে,

চ্যাপ্টা দড়ির বানায় সুতো 

সহজে, নির্ঝঞ্ঝাটে। 

একটা চড়ূই সেই সুতোটা 

চঞ্চুর মাঝে ধরে,

বেঁধে দিয়ে আসে ফলের বোঁটায়

যেন যায় না ছিঁড়ে। 

তুমি গিয়ে সেই সুতোয় ধরে 

মারবে জোরে টান,

ফল গুলি সব পড়বে ঝরে, 

খুড়ো আহ্লাদে আটখান। 


 


Rate this content
Log in

Similar bengali story from Fantasy