Manik Goswami

Romance Classics

4  

Manik Goswami

Romance Classics

ভালোলাগা

ভালোলাগা

3 mins
302


ভালোলাগা 

                                        মানিক চন্দ্র গোস্বামী

শরতের আকাশটা আমার খুব ভালো লাগে | নীল আকাশের বুকে উড়ে বেড়ানো সাদা সাদা তুলোর মতো মেঘ দেখে অন্তরীক্ষে হারিয়ে যেতে ইচ্ছে করে | ওই নীল রংটার মনকে টেনে নেওয়ার যে এতো ক্ষমতা তা কাউকে বলে বোঝানো সম্ভব নয় | সারাদিন শুধু ওই নীলের মাঝে সাদা মেঘের মতো ভেসে বেড়াতে চায় এই শরৎ প্রেমিক মনটা| পাখির মতো পাখা মেলে ভেসে বেড়াতে ইচ্ছে করে আকাশের নীল সমুদ্রে। কত স্বাধীনভাবে, কত নিশ্চিন্ত হয়ে, অমলিন সুখের সমুদ্রে ইচ্ছেমতো ঘুরে বেড়ানো যায়। আকাশ থেকে চোখ নামিয়ে মাটির দিকে দেখলেও দেখতে পাওয়া যায় প্রকৃতির অপরূপ শোভা | সাদা কাশফুলের হাওয়ার সাথে মাথা দোলানোর খেলা | মাঠে মাঠে সবুজ ধানের শীষের সাথে বাতাসের কোলাকুলি, কানে কানে কথা | শিউলির সুগন্ধে আমোদিত চারিদিক | ফুরফুরে হাওয়া সেই সুগন্ধি সুবাসকে নিজের ডানায় বসিয়ে নিয়ে পৌঁছে দেয় দূর দূরান্তে | তাছাড়া বাতাসের আরও একটা কাজ আছে | মায়ের আগমন বার্তা বয়ে নিয়ে আসে সে | হাজারো কষ্টের মধ্যেও ওই চারটে দিন সকলেই নিজ নিজ দুঃখ কষ্টকে বিসর্জন দিয়ে পেতে চায় অনাবিল আনন্দ | শরৎকে এতো ভালো লাগতো যে সারাদিন আনন্দে বিভোর হয়ে থাকতাম | মনের মাঝেই শরতের আসার অপেক্ষায় থাকতাম।

একটু বড় হতেই, মনের আনাচে কানাচে যখন এক নতুন ভালোবাসার আবেশ হৃদয়ের বেড়া ভেঙে বেরোতে চাইলো, বাড়ির লোকের দৃষ্টির বাইরে নিজেকে আড়াল করে নেবার প্রবণতা জাগলো, তুমি এলে আমার মনের গভীরে - সেদিন থেকে আমার বসন্তকে ভালো লাগতে লাগলো | তুমি এসেই বাড়িয়ে দিলে রঙিন স্বপ্ন দেখার প্রবণতাকে | চারিদিকে বিভিন্ন রকমারি ফুলের সৌন্দর্য্যকে উপলব্ধি করার ক্ষমতা বেড়ে গেলো তুমি আমার কাছে আসার সাথে সাথেই | শুধু আকাশের নীলাভ রূপেই নয়, পৃথিবী সবুজেরও আলাদা আকর্ষণ আছে। রংবাহারি প্রজাপতির পাখনার মতো রঙিন ফুলের মাঝেও আন্তরিকতার টান আছে। রূপের সমুদ্রে নিমেষেই হারিয়ে যাওয়া যায় প্রেমিক চোখের দৃষ্টিতে। তুমি দেখিয়ে দিলে পৃথিবী কত রঙিন, কত স্বপ্নময়, কত কারুকার্যময় | ফুলের বুকে অলির আনাগোনা | অত্যাচার মনে হলেও আসলে ফুলের বুকে অলি বসে সোহাগ করতেই | ফুলের গন্ধের, রূপের, রসের মর্য্যাদা অলি ছাড়া আর কেই বা দিতে পারে |

মানুষের ভালো লাগা পরিবর্তনশীল এবং সেটা নির্ভর করে সময়ের ওপর | ছোটবেলা থেকেই মাকে খুব ভালো লাগতে থাকে | এতো স্নেহ, মমতা, এতো নির্ভরতা আর কেই বা দিতে পারে বলো | মা তো আমার সেই শরতের আকাশের মতোই স্নিগ্ধ, সরল অথচ উজ্জ্বল, ভাস্বর। তুমি এসে সেই ভালোলাগার ধরণটাকে বদলে দিলে | নতুন ধরণের এক নির্ভরতা দিলে | ভরসা দিলে যে এবার আমরা সাবলম্বী হয়ে নিজেদের পথ নিজেরাই চলতে পারবো ঠিক | পৃথিবীকে যে চোখ দিয়ে আগে দেখেছি, এখন চোখের সেই নজরটা নিজের থেকেই কেমন পরিবর্তন পেয়েছে | আকাশের নীল দ্যুতি, সাদা মেঘের ভেলায় চড়ে স্বপ্নের দেশে হারিয়ে যাওয়া, মাঠের সবুজের সাথে নিজের সবুজ মনের মিলন সত্ত্বাকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেওয়া - কেমন নিমেষে পরিবর্তন পেয়ে গেলো | তোমার ভালোলাগাকে নিজের ভালোলাগায় পরিবর্তিত করে নিয়ে, পুরাতন স্বপ্নগুলোকে স্বপ্নের দেশেই ছেড়ে দিয়ে, নতুন চোখ মেলে তোমার চোখের দৃষ্টির পথে নিজের দৃষ্টিকে একাত্ম করে নিয়ে, ভালোলাগার অনুভূতিকে কেমন নতুন পথে চালিত করে দিলাম | এই পরিবর্তনে আমি কিন্তু হারাইনি কিছুই, বরং আমার ভালোলাগা মনের রচনাগুলোকে অনেক অনেক বেশি সমৃদ্ধ করে নিলাম | চিন্তাধারাকে বিভিন্ন ভাবে, বিভিন্ন দিকে ছড়িয়ে দেবার নেশায়, আরো ভালো কিছু দেখতে পাবার আশায়, ভালো কিছু অনুভবের আশায় তোমার ভালো লাগার সাথে আমার ভালোকে মিলিয়ে মিশিয়ে অন্য এক নতুন স্বপ্নের দেশে ভাসতে শুরু করলাম যেখানে রইলে শুধু তুমি, আমি আর আমাদের ভালোলাগা |


Rate this content
Log in

Similar bengali story from Romance