Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

সিঁদুরে মেঘ

সিঁদুরে মেঘ

3 mins
409


সিঁদুরে মেঘ

   মানিক চন্দ্র গোস্বামী

কাকিমা, আমাকে শুধু শুধু চোর অপবাদটা দিও না গো | সত্যিই বলছি, আমি চুরি করিনি | গরুগুলোকে মাঠ থেকে ঘরের দিকে ফিরিয়ে নিয়ে যাবার সময় রাস্তায় দেখলাম আম টা রাস্তায় পড়ে আছে | কুড়িয়ে নিলাম | হ্যাঁ, ঐটাই আমার ভুল হয়েছে | আমি হাতে করে আমটা তুলে নিয়েছি | আর ঘরের জানালা দিয়ে তুমি সেটা দেখেই চিৎকার করে আমাকে দাঁড়াতে বললে, আর তারপরই ঘরের বাইরে এসে আমাকে চোর অপবাদ দিয়ে চিৎকার করতে শুরু করলে | আমি সত্যি বলছি, চুরি করিনি |

-- কেন মিথ্যে বলছিস | আমি তো স্পষ্ট দেখলাম আমটা তোর হাতে | আর বলছিস চুরি করিসনি |

-- দেখো কাকিমা, আমরা গরিব হতে পারি, কিন্তু চুরি করার কোনো ইচ্ছে বা মানসিকতাই আমাদের নেই | না খেয়ে থাকবো, তবুও অন্যের জিনিস চুরি করে নিজেকে সকলের সামনে ছোট করতে পারবো না | আমার অপরাধ হয়ে গেছে যে আমটা আমি কুড়িয়ে নিয়েছি | তাই আমাকে মার্জনা করে দিও | এরকম কাজও আমি আর করবো না |

-- ঠিক আছে, তোর সব দোষ আমি ক্ষমা করে দিতে পারি যদি তুই কাল সকাল সকাল এসে আমাদের গোয়াল ঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করে দিয়ে যাস |

-- কিন্তু কাকিমা, আমার তো সকালে স্কুল আছে | তারপর গরুগুলোকে মাঠে চরাতে নিয়ে যেতে হবে | আচ্ছা আচ্ছা, ঠিক আছে | ওরই মধ্যে একটু সময় বার করে আমি এসে তোমাদের গোয়াল ঘরটা পরিষ্কার করে দেব | চিন্তা কোরো না |

 *      *      *      *       *          

-- কাকিমা, আমার গোয়াল ঘর পরিষ্কার করা হয়ে গেছে | গোরুগুলোকেও জল দিয়ে গা ধুইয়ে দিয়েছি | এবার তো আমায় যেতে হবে কাকিমা |

-- যেতে হবে তো চলে যা | আমি তোর সব অপরাধ ক্ষমা করে দিয়েছি |

-- তবু কাকিমা, তুমি একবার গোয়াল ঘরের দিকে এসো | আমি তো এই অবস্থায় ছেড়ে রেখে যেতে পারছি না |

-- কেন, কি হলো আবার | কি এমন অবস্থা হলো যে ছেড়ে রেখে যেতে পারছিস না | আচ্ছা, একটু দাঁড়া; আমি আসছি |

-- হ্যাঁ, বল | আমাকে আসতে হলো কেন |

--ওই দেখো কাকিমা, গোয়াল ঘরের ওই কোণেতে দেখো | একটা সোনার বালা | তোমাদেরই কারো হবে নিশ্চয়ই | গোবরের মধ্যে পড়ে ছিল বলে দেখা যাচ্ছিলো না | পরিষ্কার হতেই এখন দেখা যাচ্ছে |

-- ও মা, তাই তো | ওটা তো আমারই হাতের সোনার বালা | আজ দুমাস হতে চললো ওটার কোনো খোঁজ পাচ্ছিলাম না | ওটা তাহলে কখন অজান্তে গোয়াল ঘর পরিষ্কার করতে গিয়ে হাত থেকে পড়ে গেছিলো | যাক বাবা, ফিরে পেলাম জিনিসটা তাহলে | অনেক দামি কিনা, তাই হারিয়ে যাবার পর থেকে ভীষণ মনের কষ্টে ভুগছিলাম | চুরি গেছে মনে করে অদৃশ্য চোরকে কতই না গালিগালাজ, শাপ-শাপান্তর করেছি | সে যাগগে | পেয়ে তো গেছি, সেটাই আমার ভালো কর্মের ফল | কিন্তু রাখাল, জিনিসটা দেখতে পাবার পর সেটা তুই আমাকে দিয়ে না এসে এখান থেকেই চিৎকার করে আমাকে ডেকে আনলি কেন |

-- কি করবো কাকিমা বলো | ঘর পোড়া গরু তো, কালকেই ঘরটা পুড়েছে, তাই সিঁদুরে মেঘ দেখেই আর জিনিসটা কুড়োতে পর্য্ন্ত পারলাম না |


Rate this content
Log in

Similar bengali story from Abstract