বিকালে ভোরের ফুল ঝরে যায়
বিকালে ভোরের ফুল ঝরে যায়


বিকালে ভোরের ফুল ঝরে যায়
বিকালে ভোরের ফুল ঝরে যায়,
যে আসে তাকে যেতে হয়;
বিকালে ভোরের ফুল ঝরে যায়,
যে আসে তাকে যেতে হয়।
কেউ তো চিরদিন থাকে না
কাউকে কেউ মনে রাখে না।
শুধু সৃষ্টি আর বৃষ্টি
এগুলি তো শুধু থেকে যায়,
তাই আজ এই মায়াবী রাতে বৃষ্টিতে ভিজি নিয়ে আমি তো তোমায়।
বিকালে ভোরের ফুল ঝরে যায়,
যে আসে তাকে যেতে হয়।।
বিকালে ভোরের ফুল ঝরে যায়,
যে আসে তাকে যেতে হয়।
চিরদিন থাকে না এই বসন্তের বাতাস,
চিরদিন থাকে না এই নীল আকাশ।
চিরদিন থাকে না এই উদ্দাম যৌবন,
ফুলে সবদিন ভরা থাকবে না এই উদ্যান।
বিকালে ভোরের ফুল ঝরে যায়,
যে আসে তাকে যেতে হয়।।
চিরদিন থাকে না এই শরতের কাশফুল,
চিরদিন থাকবে না রাঙা পলাশ আর শিমূল।
চিরদিন থাকবে না এই নদীর ধারা,
একদিন ধূসর ঊষর মরুভূমির বুকে,
হবে এ হারা!
বিকালে ভোরের ফুল ঝরে যায়,
যে আসে তাকে যেতে হয়।।
চিরদিন থাকব না আমি তুমি কেউ,
চিরদিন থাকবে না সমুদ্রের এই ঢেউ।
কিন্তু আবার হবে ভোর,
ফুটবে নতুন ফুল,
মোদের এই পৃথিবীকে আরো সুন্দর করে তুলবে,
আমাদের নতুন কুল!!