ভালোবাসা আর বন্ধুত্ব
ভালোবাসা আর বন্ধুত্ব
- সত্যি করে বলতে গেলে ভালোবাসা যেমন সুখ দেই, আনন্দ দেই, তেমনি কিন্তু সেই ভালোবাসার মুহুর্ত গুলো কে হারিয়ে ফেলার ভয় বা ব্যথা ও অনেক গুণ বেশী | কিন্তু বন্ধুত্ব সেই ব্যথা গুলো কে সামলে নিতে পারে, আগলে রাখতে পারে| তাই ভালোবাসার মধ্যে বন্ধুত্ব থাকা টা ও খুব দরকার , যাতে কোনো ভুল বোঝাবুঝি র কারণে ভালোবাসা ভেঙে গেলেও , বন্ধুত্ব যেন এতটা গভীর হই , যা সেই ভাঙ্গা মন গুলো কে আবার নতুন ভাবে জোড়া লাগাতে পারে | হাজার বার ভালোবাসাই মন ভাঙলেও বন্ধুত্ব যদি গভীর হই দুজনের মধ্যে, যদি সঠিক বোঝাপড়া থাকে দুজনের মধ্যে তাহলে পৃথিবীর কোনো শক্তিই দুটি মন ক আলাদা করতে পারে না| ভালোবাসা আর বন্ধুত্ব একে অপরের পরিপূরক, একটি ছাড়া র একটি অচল| তাই কোনো মানুষ কে ভালো বাসার আগে তার ভালো বন্ধু হওয়া খুব দরকার | ভালোবাসা আর বন্ধুত্ব সব সময় সমান্তরাল ভাবে চলে.. কিন্ত মেলে না কখনো...|

