বাবা বিশ্বকর্মা
বাবা বিশ্বকর্মা
আজ ভাদ্র মাসের সংক্রান্তিতে একই দিনে মহালয়া ও বিশ্বকর্মা পূজা।যদিও প্রতিবছর ভাদ্র মাসের সংক্রান্তিতে নিয়ম করে বাবা বিশ্বকর্মার পূজা হয়ে থাকে।এবছর বিশেষ কারনবসত একই দিনে মহালয়াও আজকে।বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা হিন্দুরা নিয়ম করে বাবা বিশ্বকর্মার পূজা করে থাকেন।হিন্দুরা ছাড়াও কোথাও কোথাও অন্য ধর্মানুসারী গ্যারেজ মালিকরাও অনেকেই ভক্তি ভরে বাবা বিশ্বকর্মা পূজার আয়োজন করে থাকেন।সরকারি ও বেসরকারী কোম্পানিগুলো র অফিস ও কারখানাতে নিষ্ঠা ভরে পূজার আয়োজন হয়।
ঋকবেদ অনুযায়ী বিশ্বের মূল স্রষ্টা, স্থপতি ও ঐশ্বরিক ইঞ্জিনিয়ার দেবতা বাবা বিশ্বকর্মা। যিনি বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার বা স্থপতি। উইকিপিডিয়া অনুযায়ী বিশ্বকর্মা কে God of architecture ও বলা হয়।
নানান যুগে দেবতা বিশ্বকর্মার হাতে তৈরি হয়েছে দেবতাদের নানান নগরী ও প্রাসাদ। যেমন বাবা বিশ্বকর্মা সত্য যুগে তৈরি করেছেন স্বর্গ,ত্রেতা যুগে লঙ্কা,দ্বাপর যুগে দ্বারকা নগরী।কলিতে পুরীর জগন্নাথ মন্দির।