STORYMIRROR

Dr.Sanjoy Kumar Mallick

Inspirational Others

2  

Dr.Sanjoy Kumar Mallick

Inspirational Others

দেশ-বিদেশ

দেশ-বিদেশ

1 min
96


যদি মন বিদেশী সংস্কৃতি,বিদেশী ধর্ম, বিদেশী দর্শন,বিদেশী জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে যায় তাহলে দেশের কোন কিছুই তার ভালো লাগবে না।দেশের সব কিছুতেই সে বিদেশী ছোঁয়া খুঁজতে চাইবে।আর না পাওয়ার যন্ত্রনায় মন অশান্ত থাকবে।

    দেশীয় সংস্কৃতি,দেশীয় ধর্ম ,দেশীয় দর্শন, দেশীয় জীবনযাত্রায় মগ্ন মন মাটির বাড়িতেও স্বর্গ খুঁজে পাবে।চাষের জমির কাজে,গাছতলার আড্ডায় অবলীলায় সময় কাটিয়ে দেবে। তখন মন তুলসীতালায় দেশের মাটিকে প্রণাম করে মন বলবে,

ঈশ্বর বারবার আমি যেই এই পরিবার,

এই দেশ, এই আত্মীয়-স্বজনদের মাঝেই ফিরে আসতে পারি।

আমার এটাই স্বর্গ-নরক;এটাই আমার স্বপ্নপুরী।।

বারবার এই খানেতেই জন্ম নিই যেন এই খানেতেই মরি।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational