Dr.Sanjoy Kumar Mallick

Tragedy Inspirational Others

3.1  

Dr.Sanjoy Kumar Mallick

Tragedy Inspirational Others

সমাজচিত্র

সমাজচিত্র

1 min
214


এ সমাজ ক্ষমতা প্রয়োগ করে বা শিক্ষিত মানুষদের সমালোচনা ও বিদ্বেষমূলক নিন্দা করে করে দীর্ঘদিন একঘরে করে রেখেছে।হতাশাগ্রস্ত হয়ে অনেকেই তাদের অর্জিত জ্ঞান হারিয়ে ফেলতে বাধ্য হয়েছে।হতাশাগ্রস্ত মন,

বার বার তুলনা করেছে অর্জিত জ্ঞান - বর্তমান পরিস্থিতির মধ্যে।অর্জিত জ্ঞান উপযুক্ত মাটি না পেয়ে হার মেনে নোটে গাছে পরিণত হয়েছে।এ বিপদে বঞ্চিত জ্ঞান নিয়ে শিক্ষিত মানুষদের পক্ষে হাল ধরা বড় শক্ত।তবু চেষ্টার খামতি নেই।কারন কথায় আছে,ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তবে অবশ্যই ঢেঁকির সাধ্য মতো।

      প্রাকৃতিক বিপর্যয়, মহামারী যেকোন

পরিস্থিতে শিক্ষিতরা সামনে থেকে তাদের শিক্ষাকে কাজে লাগিয়ে কিছু সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে সঙ্কট কাটিয়ে ওঠার চেষ্টা করেছে।

এবারেও তাই চলছে। শিক্ষক শিক্ষা দিয়ে ডাক্তার/চিকিৎসক ,বিজ্ঞানী গড়ে তোলে, আর ডাক্তার/চিকিৎসক, বিজ্ঞানীরা অর্জিত জ্ঞানকে সম্বল করে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করে যায়।আবার অর্জিত জ্ঞানের সাথে নিজস্ব উদ্ভাবনী শক্তি দিয়ে নতুন কিছু আবিষ্কার করে সভ্যতা পাল্টে দেয়। তাই, "শিক্ষা ছাড়া জগৎ অচল,সভ্যতা পঙ্গু" একথা পুনরায় কেউ যেন 

না ভুলে যায়।



Rate this content
Log in

Similar bengali story from Tragedy