STORYMIRROR

Sharmistha Mukherjee

Horror

3  

Sharmistha Mukherjee

Horror

অভিশপ্ত বেল উইচ কেভ

অভিশপ্ত বেল উইচ কেভ

1 min
251


🔥🔥 তৃতীয় পর্ব 🔥🔥


১৮২০ সালের দিকে ঐ ভৌতিক কার্যকলাপ আরও চরমতম হয়ে ওঠে । প্রায় রাতে বেটসির মনে হোতো কেউ তাকে আক্রমণের চেষ্টা করে চলেছে । সকালে উঠে বেটসি দেখতো তার সারা শরীরে আঁচড়, কামড় বা মারধরের দাগ !! জন বেলও দিনে দিনে অসুস্থ হয়ে পড়তে শুরু করে । তার মুখ ফুলে যাচ্ছিলো , চেহারা বেঁকে যাচ্ছিলো , চোখে ভালো দেখতে পাচ্ছিলো না । ১৮২০ সালের ২০শে ডিসেম্বরের এক প্রচন্ড শীতের রাতে জন বেলের মৃত্যু ঘটে । তার বালিশের পাশ থেকে একটি বিষের শিশি পাওয়া যায় । স্থানীয়দের মতে ঐ অদৃশ্য আত্মাই ঐ বিষ পান করতে জনকে বাধ্য করেছিল । 


অপরদিকে পরের বছর ১৮২১ সালের মার্চ মাসে প্রেমিক জশুয়া গার্ডনারের সাথে বেটসি বেলের বিয়েটাও ভেঙে যায় । দুটি উদ্দেশ্যেই সফল হয় কেট ব্যাটসের অতৃপ্ত আত্মা । 


এরপরেও বাড়িতে থাকতেন জন বেলের পুত্র জুনিয়র বেল । তবে জুনিয়র বেলও অনুভব করতেন কিছু অদ্ভুত ব্যাপার । আত্মাটি আবারও উপদ্রব শুরু করে ১৮২৮ সালে । সে যাত্রায় কোনোরকম নিস্তার পেয়ে বাড়ি ছেড়ে চলে যান জুনিয়র বেল ও পরিবারের অন্য সদস্যরা । এরপর কেটে গেছে বহু সময় । একসময় বাড়িটাও ভেঙে ফেলা হয় । বাড়িটির চিমনির পাথর , লোহার কেটলি , কিছু আসবাবপত্র এবং আরো কিছু জিনিস নিদর্শন হিসেবে রাখা হয় বাড়িটির পাশেই গড়ে তোলা রেপ্লিকা হাউজে । 



Rate this content
Log in

Similar bengali story from Horror