অভিশপ্ত বেল উইচ কেভ
অভিশপ্ত বেল উইচ কেভ
🔥🔥 দ্বিতীয় পর্ব 🔥🔥
প্রথমে তারা ভেবেছিল এসব ব্যাপারে কাউকে জানানো ঠিক হবে না । তাছাড়া ভূত -প্রেত এ কোনোদিনই বিশ্বাস ছিল না জন বেল এর । কিন্তু উপদ্রব দিনে দিনে এতো বেড়ে গেল যে একদিন বাধ্য হয়েই জন বেল তার বন্ধু জেমস জনসনকে কিছুদিন তার বাড়িতে এসে থাকার আমন্ত্রণ জানান । কিন্তু বাড়ির ব্যাপারে কিছুই জানান নি ।
বন্ধু জেমস জনসন সস্ত্রীক কয়েকদিনের জন্য চলে আসেন বেলের বাড়িতে । প্রথম রাতেই তারা শুনতে পান কিছু অদ্ভুত শব্দ । সেই কুকুরের সমস্বরে চীৎকার করে কান্নার শব্দ , শিকল বয়ে বেড়ানোর শব্দ , মেঝেতে শিকল আছড়ে ফেলার শব্দ ইত্যাদি । তারপরও আরও কিছুদিন জেমস ঐ বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন । আর রোজ একই ঘটনা ঘটতে থাকে । জেমস জন বেলকে বলেন আরো কিছু মানুষকে এই ঘটনা জানাতে । অনেকেই সব ঘটনা জানানো হোলো , চেষ্টা করা হোলো রহস্য উৎঘাটনের
কিন্তু কোনো লাভ হোলো না । অবশেষে তারা ঠিক করলেন পাদ্রীকে ডাকা হবে । এই রহস্যের কিনারা হওয়া খুবই প্রয়োজন ।
পাদ্রীকে ডাকা হোলো । বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ঐ অদৃশ্য শক্তির সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করা হোলো । কথোপকথনের চেষ্টায় এক নারীকন্ঠ তারা শুনতে পান । নারীটি তার পরিচয় দেন কেট ব্যাটস নামে । তার অভিযোগ ছিল জন বেল তাকে তার প্রাপ্য সম্পত্তি ও অধিকার থেকে বঞ্চিত করেছেন । তিনি জন বেলকে বলেওছিলেন তার মৃত্যু ঘটলে তার অতৃপ্ত আত্মা বেল ও তার পরিবারকে ছাড়বে না । চরম মাশুল দিতে হবে জন ও তার পরিবারকে । আজ সে মৃত । এবার শুধু প্রতিশোধের পালা ।
জন বেল প্রথম দিকে সেরকম পাত্তা দিলেন না পরের দিকে ক্রমশই উপদ্রব আরো বেড়ে যেতে থাকে । জেমসের স্ত্রীর পরামর্শে জন বেল ঐ নারীর উত্তরাধিকারদের খুঁজে বের করার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন । তাই
প্রতিশোধের হাত থেকে নিস্তারের পথও বন্ধ হয়ে যায় ।
আবার ডেকে আনা হয় পাদ্রীকে । আবারও যোগাযোগ স্থাপন করা হয় ঐ নারীর আত্মার সাথে । এবার রীতিমতো ঐ নারীর আত্মা হুমকি দেন । ঐ অতৃপ্ত আত্মার দুটি মূল উদ্দেশ্য - এক জন বেলকে হত্যা করা এবং দুই জন বেলের মেয়ে বেটসি বেলের বিয়ে ভেঙে দেওয়া । অনেক কৌশল ও প্রক্রিয়া করেও কোনো লাভ হয় না । দিন দিন উপদ্রব চরম আকার ধারণ করে ।

