STORYMIRROR

🍁অ্যানি 🍀🍂

Abstract Others

4  

🍁অ্যানি 🍀🍂

Abstract Others

অভিনয় ছাড়া অভিনয়

অভিনয় ছাড়া অভিনয়

1 min
453


সব অভিনয় কি অভিনয় হয়? হয়তো! হয়তো বা না! আসলে সব কিছুই অভিনয় আবার সবকিছু অভিনয় না। জীবনের প্রতিটা মুহূর্তে শুধু আমরা অভিনয় করি।

কেউ ভালো সাজার অভিনয় তো কেউ দুঃখে থেকেও সুখী থাকার অভিনয় করি। কেউ নিজের চোখের জলের মধ্যে লুকিয়ে থাকা কিছু না পাওয়ার অথবা কিছু হারানোর কষ্টটা উপেক্ষা করে মুখে হাসির রেখা রাখার অভিনয় করি। নিজের আসল আবেগগুলোকে কাছের মানুষগুলোর কাছে যাতে প্রকাশ না পায় তার জন্যও অভিনয় করি। কখনো কখনো তো নিজের সাথেই নিজে অভিনয় করি। মজার ব্যাপার শুধু একটাই যে আমরা কেউই প্রশিক্ষণ প্রাপ্ত অভিনেতা বা অভিনেত্রী নই। তবুও খুব স্বাভাবিক ভাবেই জীবনের শেষ মূহর্ত পর্যন্ত এই অভিনয়টা চালিয়ে যাই। এক কথায় যাকে বলা যায় "অভিনয় ছাড়া অভিনয়"।



Rate this content
Log in

Similar bengali story from Abstract