আমি সেই নারী ✍ঈপ্সিতা দেব
আমি সেই নারী ✍ঈপ্সিতা দেব
✍ঈপ্সিতা দেব
আমি সেই নারী
আমি এই প্রজন্মের নারী
আজ আর শুধু আটকে নেই হেঁসেলে,
আমরা কেউ যাই অফিসে,স্কুলে, কলেজে,
কেউ যাই ন্যায়ালয়ে,কেউ আবার হাসপাতালে;
স্থলে, জলে,গগনে আজি অবাধ বিচরণ
আমি আজকের নারী।।
আমি সেই নারী
আমি আজ নই শুধু গৃহিনী
সমাজে আমার ভূমিকা অগ্রণী,
গৃহস্থালীর সব কিছু আমি সামলাতে পারি!
হ্যাঁ আমি পারি!এটা অহংকার নয়,
এই প্রয়াসের নাম ভালোবাসা
হাতের কাজ শিখে আজ স্বনির্ভর,
সৃজনশীলতা,শিল্পকর্মে আমার ভূমিকা অগ্রনী
আমি আজকের নারী।।
আমি সেই নারী
ক্ষমতার শিখরে থেকে করি দেশ পরিচালনা;
মহাকাশে যেতে আমার নেই কো মানা,
খেলা জগতেও আমি উজ্জলতম তারা।
নতুন আবিষ্কারে আমি দেশকে করি গৌরবান্বিত
আমি কন্যা ,আমি ভগিনী,আমি সহধর্মিনী
আমি সন্তানের জননী,
আমি আজকের নারী।।
আমি সেই নারী
যার জন্য পালিত হয় আজি নারী দিবস
কিন্তু হায়!আমি কি সমাজে প্রকৃত সম্মান পেয়েছি?
ভালো করে ভেবে দেখো ,আজও আমি বঞ্চিতা
এই ইট কাঠের কক্ষ এমনকি শৌখিন অট্টালিকায়
তবুও গোচরে অগোচরে আমি আজ উপেক্ষিতা!
তোমরা কি শুনতে পাচ্ছ আমার কান্না..
এতো আধুনিকতার পরেও আমি আজও শোষিতা,নির্যাতিতা,নিগৃহীতা...
আমি আজও কেন সদা হই;
অপমানিতা, অবহেলিতা,ধর্ষিতা!!
আমি আজকের নারী।।
এতো কিছুর পরেও আজও গভীর রাতে
নরম বিছানায় নীরবে গড়িয়ে পড়ে অশ্রুধারা
চাপা বুকফাটা কান্নার সাক্ষী থাকা কেবল আঁধার
আগে পরিবর্তিত হোক চিন্তাধারার
তবে কিসের স্বাধীনতা,কিসের এতো উৎসব?
দিনের শেষে আমি রিক্ত,শূন্যতা গ্রাস করে
দেখো,এতো আয়োজন সব বৃথা আমায় ছাড়া।।
আমি সেই নারী
আমি আজকের নারী।।
❤❤❤❤💜💜💜💜💜💛💛💛💛❤❤❤
সর্বস্বত্ব সংরক্ষিত © ঈপ্সিতা দেব
(রেটিং ও রিভিউ দিয়ে মতামত জানান।
কবিতাটি ভালো লাগলে নিজের কালেকশনে রাখুন ও শেয়ার করুন।)
