Atrayee Sarkar

Abstract Tragedy

3  

Atrayee Sarkar

Abstract Tragedy

আমার হৃদয়ের যন্ত্রণা

আমার হৃদয়ের যন্ত্রণা

1 min
183


" হ্যাপি নিউ ইয়ার কাকু।" 

বলল ফোনে, স্মিথা তাঁর কাকা আদিত্যদে কে।


আদিত্য--" হাসালি আমায় তুই। আমার আর নিউ ইয়ার। ও আর এ জীবনে আসবে না। হ্যাপি নিউ ইয়ার আমার মিষ্টিমনা। কেমন আছিস বল।"


--" তুমি এখনও ভোলোনি কিছু? এরকম ভাবে মনে রেখে কি করবে? যা হারিয়ে গেছে, তা তো আর পাওয়া যাবে না। তাই বলে তুমি এইভাবে ভেঙ্গে পড়ে থাকবে? একটা বিচ্ছিরি রোগের জন্য, আমি Bangalore থেকে কোলকাতায় যেতে পারছি না,, নইলে তোমায় একা থাকতে দিতাম না ।"


--" চুপ কর মনা। এখন কোথাও বেড়াতে যাবি না। বল তোর সন্তান সিউলি, জামাই আর আমার মিষ্টি, পাকু নাতনি,, অদিতি কেমন আছে??"


--" ভাল আছে সবাই কাকু। ভুলে যাওয়ার চেষ্টা করনা ওইসব ঘটনাগুলো।"


--" নিজের স্ত্রী, সন্তান, নাতিকে ভুলে যাব? যত কষ্ট আমায়ই পেতে হল। করোনা রোগে ভুগে,, সকলে এ পৃথিবী ছেড়ে চলে গেল আর শুধু পরে রয়েছি আমি? আমার ও তো করোনা হয়েছিল। আমায় বাঁচিয়ে রাখল। আর সকলে আমায় ছেড়ে, আমাকে একা ফেলে রেখে চলে গেল সবাই।

 কি করব এই ৬০ বছর বয়সে আমি এখন? যতদিন না মৃত্যু হবে ততদিন কষ্টে কষ্টে বেঁচে থাকতে হবে। সবকিছু চুপ করে সহ্য হবে। সবই ঈশ্বরের লীলা খেলা।

 ভাল থাকিস মনা। রাখলাম ফোনটা।"



Rate this content
Log in

Similar bengali story from Abstract