আকাশ
আকাশ
#আকাশনিঝুম রাত্রি, চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা, দূর ঐ আকাশে তারাগুলো মিটমিট করছে। একফালি চাঁদ ইতিউতি চাইছে। যেন বলছে, "কেউ আছ তোমরা, কেউ আছ কি?"
গাড় নীল এই আকাশের দিকে তাকালে ভোলা যায় অনেকশোক দুঃখ কষ্ট। তার বিশাল ছায়ায় গুটিশুটি মেরে শান্ত হয়ে বসতে মন চায়। মনের উচ্ছল তরঙ্গ শান্ত হয়।
টিভি খুললেই বিভিন্ন সংবাদে মন উতলা। মাথায় হাজারো চিন্তা। কিন্তু এই ঝকঝকে আকাশকে দেখলে, কখন যেন সব ভুলে যাই। মনে হয় এই আকাশের তলায় একদিন এসে দাঁড়িয়েছিলেন, সেই মুন্ডিত মস্তক রাজকুমার। আসমুদ্রহিমাচল যাকে প্রণাম করেছেন।
এই অন্ধকার এই বিশাল নীল আকাশ কিন্তু দর্পণের কাজ করে। তাকিয়ে দেখুন, দেখবেন নিজেকে দেখতে পাচ্ছেন। অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর পাওয়া যায়।
আমার প্রথম ভালবাসা হলো রাতের নক্ষত্র খচিত এই নীল আকাশ। সে যেন কানে চুপিচুপি আমায় বলে
---গা ভাসিয়ে দে আমার বুকে।
আমি যেন হারিয়ে যাই, গভীর থেকে গভীরে, আরো গভীরে।