STORYMIRROR

Priyanka Chatterjee

Romance

3  

Priyanka Chatterjee

Romance

মাধব

মাধব

1 min
296


পূর্বাকাশে সবে রঙ লেগেছে, রাধা মন্দির পরিষ্কার করে, ফুল আর তুলসীপাতা সাজিতে সাজায়, চন্দনবাটে, ফুলের মালা গাঁথতে গাঁথতে মুখ ধুয়ে যায় অশ্রুজলে, মাধবের পানে চেয়ে। পরনে সাদা থান, কপালে চন্দনের টিপ, একঢাল ভেজা চুল বেয়ে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে,

দীঘল কাজলকালো চোখদুটি বড় ক্লান্ত, আগের দিন একাদশী ছিল।


 মাধব একদৃষ্টে তাকিয়ে থাকে রাধার দিকে । রাধা কুলীন ব্রাহ্মণ-কন‍্যা, এক সত্তোরর্ধ দোজবরেকে গৌরীদান করেছিলেন রাধার পিতা। 


পরস্পর, পরস্পরের দিকে তাকায় ক্ষনিকের জন‍্য, রাধা অশ্রুসিক্ত চোখ নামিয়ে, একগলা ঘোমটা টেনে, চলে যায় মেঠো পথ দিয়ে।


দূরে বাউল গেয়ে চলে 

"রাধা ছাড়া নাম নাই

রাধা ছাড়া শ‍্যাম নাই

মরিয়াছে শ‍্যাম রাধার অনুরাগে"...


Rate this content
Log in

Similar bengali story from Romance