STORYMIRROR

Sipra Debnath

Abstract Fantasy

2  

Sipra Debnath

Abstract Fantasy

2.06.2021

2.06.2021

1 min
127


আজ রাজু দা ফোন করেছিলো,দুপুর বারোটা নাগাদ,

বলেছিল, স্বভিমান নামের উপন্যাসটি আমাকেই বাংলায় অনুবাদ করতে হবে। টিমের পক্ষ থেকে একজন কে দেওয়ার কথা ভেবেছিল কিন্তু সে কাজের বিনিময়ে টাকা চাইছে। রাজুদা এবং দামোদর দার মতে আমি ওয়েস্টবেঙ্গল এ থাকি গতিকে বাংলা অনুবাদটি আমিইবেশি ভালো করতে পারবো ।এই উপন্যাসটি কিছু সংখ্যক অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছে। বারোটি ভাষায় স্বভিমান অনুবাদিত হয়েছে।জেনে ভালো লেগেছে। প্রথমে আমাকে ইংরেজি অনুবাদের জন্য বলেছিল, কোনো কারণবশত সে কাজটি দামোদর দাকে দিয়ে দেয়।এবং এটি already পাবলিশ হয়ে গেছে। অবশ্য আমি Facebook post এ আগেই দেখেছি। কাজ টি পেলে আমি অবশ্যই করবো বলে জানিয়েছে। দেখা যাক কি হয়। 


Rate this content
Log in

Similar bengali story from Abstract