STORYMIRROR

Sipra Debnath

Abstract Inspirational

3  

Sipra Debnath

Abstract Inspirational

১৪.০৬.২০২১

১৪.০৬.২০২১

1 min
220

আজ অনেকটা রিলাক্সড্। স্মৃতি গুলোকে দূরে সরিয়ে রাখতে চাইলেও সরে যেতে চায়না। সারাদিন স্মৃতির পাতায় চলা। স্মৃতির পাহাড়ায় চলা। তবুও নিজেকে গুটিয়ে নিতে হবে। কেউ কারো নয় এটাই বাস্তব।

একা কেঁদে কি লাভ। কাঁদার জন্য যদি পাশে একটি

শক্ত কাধ না থাকে। স্বপ্নন এঁকে কি লাভ যদি ছবি কেউ দেখার না থাকে সেই ছবি। তাই সব বারণ ।কারণে অকারণে কারো কথা ভাবার কোনো যুক্তি নেই। যদি না তোমার ভাবনার দাম থাকে সেই ব্যক্তির

 কাছে।  সবচাইতে ভালো নিজের কাজ করে যাও কে তোমার পাশে আছে কে তোমার পাশেে নেই এসব ভাবা অযৌক্তিক। আসলে আমরা কেউ কারো নই । কবি গুরুর গান,'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে "।

এটাই পন্থা হওয়া় উচিতত।

পৃথিবীতে অনেক মানুষেরই রয়েছেন যারা খুব একা

তারাও তো বাঁচে।। ভয়়় কিসের ! প্রকৃতি তো রয়েছে। খাতা কলম বই রং পেন্সিল এসব তো আছে। গান আছে কবিতা আছে,, আর কি চাই?

মানুষ? তুমি পাবে না।  

যে তোমায় স্বপ্ন দেখাবে, এককালে দেখবে সেই তোমার স্বপ্ন ভেংগে দিয়েছে। লড়াই করার ক্ষমতা। একা বাঁচতে শিখো। একা স্বপ্ন দেখো। নিজেই পূর্ণ করার সাহস রাখো। ব্যাস হয়ে গেল। একটা মিথ্যে সম্পর্কের থেকে দূরে থাকো। বেচেঁ যাবে। কাদতে তে হবেে না।


  স্বভিমানের আটটি পর্ব শেষ হলো। বাকি রয়েছে আরও আটটি। সাত দিনের মধ্যে শেষ করে দেবো।


 


Rate this content
Log in

Similar bengali story from Abstract