STORYMIRROR

Ahana Pradhan

Romance Inspirational Children

3  

Ahana Pradhan

Romance Inspirational Children

তোমার হাসি

তোমার হাসি

1 min
545

হাসিহাসি ছোট্ট তোমার মুখটি দেখি যখন,

মনের ভিতর কষ্ট ব্যথা নিমিষে পালায় তখন।

এমনি এমনি যখন হাস, মনটা দুলে ওঠে,

আমি হাসি তুমি হাস, প্রাণে আবেগ ছোটে।

ঘুমের থেকে উঠে যখন আমায় দেখে হাস,

মনটা তখন বলে, তুমি আমায় ভালোবাসো।

মুচকিমুচকি হাসি তোমার, দুষ্টু মিষ্টি হাসি,

আবার হঠাৎ খানিক পরেই বিশাল হাসিরাশি।

খিলখিলিয়ে হাস তুমি বড়োই মজা পেলে,

হুঙ্কারেতে হাসি সাজে উৎসাহিত হলে।

পেটের মাঝে সুড়সুড়িতে হাসিতে আটখানা,

ঘুমের মাঝে মৃদু হাসির মুখখানি চাঁদপানা।

মুখের মধ্যে আঙ্গুল পুরে টেরিয়ে টেরিয়ে হাস,

উপুড় হওয়ায় সফল হলে চিৎকারেতে কাশ।

বালিশ বালিশ খেলা কর অট্টহাসি মেলে,

আবার তোমার হালকা হাসি গানের আওয়াজ পেলে।

ছোট্টমতন হাঁচি হলে লজ্জা পেয়ে হাস,

হাতের বালায় দুটান মেরে বুক ফুলিয়ে আসো।

কোলে চড়ে ঘাড় ঘুরিয়ে মন গলানো হাস,

ছটফটিয়ে হাতপা ছুঁড়ে হাসির বানে ভাস।

তোমার হাসি প্রাণ ভরানো, টোল পড়া দুই গাল,

এমন ভাবেই হাসিখুশি থেকো চিরকাল।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance