STORYMIRROR

Shyamasree (শ্যামশ্রী)

Tragedy Fantasy

3  

Shyamasree (শ্যামশ্রী)

Tragedy Fantasy

সমাজ ও নারী

সমাজ ও নারী

1 min
157


তুই লজ্জায় ডাকিস না মুখ-

এ দোষ যে তোর নয়কো।

এই সমাজ যে আদতে অন্ধ,

নইলে পক্ষপাতদুষ্ট।

যারা তোরে দিলো কলঙ্ক,

আজ তারাই কলঙ্কহীন।

বিনাদোষে সারাটা জীবন -

তোরে কাটাতে হবে একাকী সঙ্গীহীন।

এ কেমন সমাজের বিচার?

আমার মাথায় ঢোকে না।

নিপিড়ীতকেই মুখ লুকোতে হয় ,

অত্যাচারীদের সামান্য সাজা হয়না।

এ সমাজের জাঁতাকলে পিষে -

শেষ হয়ে যায় কত নারী।

তারা বয়সে যাই হোক না কেন,

তাদের ছেড়ে দেয়না আক্রমণকারী।

পুরুষদের থামার শিক্ষা-

কেউ তাদের শেখায় না।

তাই এই সমাজ আদতে মানসিক পঙ্গু -

এ রোগ যে নির্মূল হওয়ার না।

যেদিন বাড়ি শিশু পুত্রটি প্রকৃত শিক্ষা পাবে,

সেদিন সমাজের এ রোগ হতে মুক্তি ঘটবে।।

___°_°___



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy