STORYMIRROR

Shyamasree (শ্যামশ্রী)

Inspirational

4  

Shyamasree (শ্যামশ্রী)

Inspirational

ওই মেয়ে তোকে চায়না কেউ

ওই মেয়ে তোকে চায়না কেউ

1 min
348

ওই মেয়ে তোকে চায়না কেউ

-শ্যামশ্রী কর্ম্মকার

তোকে কেউ চায়না মেয়ে, তোর শুধু শরীর চায়,

যতদিন তোর যৌবন আছে, তোর মধু খাওয়ার লোভে পিছু নেয়।

ওই মেয়ে তোর রূপের ঝলক দেখে তোর শরীরের আগুনে সবাই এখন পুড়তে চায়,

রূপ যখন বিগত হবে শরীরের আগুন তখন ছাই হবে, তখন তোর পানে আর কে চায়?

ওই মেয়ে তোর কেউ নয় আপন,

তোর সবাই শরীর চায়।

যৌবন খুব ক্ষণিক আর বড় কদরের,

এই সময় মেয়েদের বড় দাম, কারণটা তার গতরের।

ছিবড়ে করে ফেলে দেবে তোরে, নতুন ফুলে মধু খাবে,

ওই মেয়ে কাউরে বিশ্বেস করিস নে, করলে যা আছে তোর সব যাবে।

প্রেম ভালোবাসার প্রলোভনে পা দিসনে কভু, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর,

এই ভালোবাসার নামে তোর মধু খেয়ে ফেলে দেবে, চোখের জল ফেলবি জীবনভর।

ওই মেয়ে প্রেম কর, বিয়ে কর, মা হও, সব কর,

তার আগে সবকিছুর সাথে লড়াই করার জন্য নিজেকে তৈরী কর।।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational