আমি নারী
আমি নারী
আমি নারী -
তাই এ সমাজ ভুলে যায় আমিও মানুষ,আমারও হাত,পা মুখ সবই আছে।
কিন্তু এই সমাজের খালি কেন আমাদের বিশেষ অঙ্গের দিকেই নজর যায়?
কেন তাদের জন্য স্বপ্নগুলোকে অঙ্কুরেই বিনাশ করতে হয়?
কেন পথের পাশে বিবস্ত্রা হয়ে পড়ে থাকতে হয় আমাদের?
নিজের খুবলে খাওয়া মৃত শরীরটা দেখে, দেহ ত্যাগ করে যাওয়া আত্মাটাও চমকে উঠে।
কেন আমরা এই সমাজের অর্ধেক শক্তি আর এই সৃষ্টির স্রষ্টা হয়েও স্বাধীন ভাবে বাঁচতে পারিনা?
কেন সমাজের অপর অংশের ভয়ে আমাদের ভয়ে ভয়ে বাঁচতে হবে?
ধর্ম্ম, জাত পাত,ধনী, দরিদ্র কত কিছু মানুষকে মানুষের থেকে ভাগ করেছে।
কিন্তু আমি নারী আমার ক্ষেত্রে সবাই এক হয়ে যায় আমায় খুবলে খাওয়ার সময়।
______________
