STORYMIRROR

Shyamasree (শ্যামশ্রী)

Abstract Classics

3  

Shyamasree (শ্যামশ্রী)

Abstract Classics

কবিতা কেবল কবিতা নয়

কবিতা কেবল কবিতা নয়

1 min
210


কবিতা সে তো কেবল কবিতা নয়,

মনের উজাড় করা সব কথা-

আর কিছু হৃদয়ের না বলা কথা।


কবিতা সে যে কেবল কবিতা নয়-

সে মনের অব্যক্ত যন্ত্রণার ঠিকানা,

যার কেউ কোনদিনই খোঁজ জানত না।


কবিতা মানে শুধু কবিতা নয়,

কত পাওয়া- না পাওয়ার খোঁজ,

যা এতোদিন ছিল হয়ে নিখোঁজ। 


কবিতা সে যে শুধুই কবিতা নয় -

কত দুখী মানুষের লুকিয়ে রাখা ব্যথা,

কবিতার হাতটি ধরে তা পায় কথা।


কবিতা সে কেবলমাত্র কবিতা নয়,

কত ব্যর্থ প্রেমিক-প্রেমিকার স্বান্তনা,

নিজেদের ভুলিয়ে রাখে দিয়ে কবিতার মূর্চ্ছনা।


কবিতা কেবল কবিতা নয়-

কত প্রতিবাদের মূলমন্ত্র-

এ মন্ত্রের জোরে ভেঙ্গে ফেলে দুষ্টের কুমন্ত্র।


কবিতা শুধু কবিতা নয়-

কতো লেখকের প্রতিবাদের অস্ত্র,

এই অস্ত্রের সামনে সকলে হয়ে পড়ে নিরস্ত্র।


কবিতা শুধু মাত্র কবিতা নয়,

বহু মানুষের লুকিয়ে রাখা কান্না,

কবিতা মাধ্যমে তারা পায় ঠিকানা। 


কবিতা কেবল কবিতা নয় ,

কতো শিল্পীর প্রতিভা-

কেউ কবি,কেউবা পাঠক,প্রকাশিত হয় স্বপ্রতিভা।


কবিতা সে যে কবিতা নয়,

যেন মরুভূমির মাঝে মরুদ্যান -

কবিতা নিরাশার মাঝে করে আশা প্রদান। 


কবিতা মানে কেবল নয় ছন্দের মিলন-

কবিতার হাত ধরেই হয় সাহিত্যের প্রচলন-

কাব্য হতে হয়েছে প্রথম সাহিত্যের প্রতিফলন।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract