STORYMIRROR

Shyamasree (শ্যামশ্রী)

Abstract Tragedy Crime

3  

Shyamasree (শ্যামশ্রী)

Abstract Tragedy Crime

কিছু অমীমাংসিত প্রশ্ন

কিছু অমীমাংসিত প্রশ্ন

2 mins
162


এই অশান্ত, দুরন্ত সমাজের সামনে আজ আমি আছি নীরবে দাঁড়িয়ে -

যেখানে আমার মন গিয়েছে সংকটে ভরে,ভাষা গিয়েছে হারিয়ে।

আমার মনে আজ বহু প্রশ্নেরা করছে ছটফট করছে উত্তরের আশায়।

আজ এই দশকে দাঁড়িয়েও নারীজাতি কেন বঞ্চিতা আর কেনই বা অসহায়??

আজও কেন লড়তে হবে তাদের নিজের অধিকার এর জন্যে?

যাহা তাদের প্রাপ্য আজও সেসব এর জন্য লড়াই করতে হবে কেন?

এই যুগে এসেও কেন মেয়েদের শিক্ষার জন্যে করতে হবে যুদ্ধ?

কেন বঞ্চিতা হবে তারা সেসবকিছুই থেকে, যেসব তাদের প্রাপ্য?

কেন আজও শুধুমাত্র নারী হওয়ায়, যোগ্যা সত্ত্বেও উপযুক্ত সন্মান তাদের হয়না দেওয়া?

কেন সমাজের,পরিবারের মানুষিকতা ও অদ্ভুত নিয়মের কারণে পূর্ণ হয় না নারীদের কোন চাওয়া পাওয়া?

কেন শুধু নারী বলে হবে কেন পুরুষদের পরে তাদের অবস্থান?

কেন শুধু নারী হওয়ার কারণে বিনাদোষে সইতে হবে পূরুষ তথা সমাজের অপমান?

কিসের দোষে শুধু মেয়ে হওয়ার কারণে মরতে হবে তাকে মাতৃগর্ভে?

কেন বাবা-মা, পরিবার, সমাজ পালন করে না উৎসব মেয়ে হওয়ার গর্বে?

কোন কারণে এই সমাজে মেয়েদের বাঁচতে হয় পুরুষদের বিকল্প হয়ে?

কিসের যুক্তিতে মেয়েদের চিহ্নিত করা হয় দ্বিতীয় লিঙ্গের পরিচয়ে?

কেন নারীকে বিয়ের পর করতে হবে পদবী স্বামীর পদবী গ্রহণ ?

কিসের কারণে বিয়ের পর মেয়েরা মিস থেকে হবে মিসেস, পুরুষরা রয়ে যাবে মিঃ সারাজীবন?

কেন শুধু নারীদেরই বিবাহের পর করতে হয় আপনজনেদের ত্যাগ?

কেন সন্তানরা শুধুমাত্র পায় পিতার পদবী, পিতার পরিচয়ের ভাগ?

কেন আজও স্বাবলম্বী একাকী নারীকে বক্র দৃষ্টিতে হয় দেখা ?

কেন শুধুমাত্র পুরুষদের শারীরিক সুখ মেটানোর জন্যে নারীদের করে রাখা হয় বেশ্যা?

পরপুরুষ এর স্পর্শেই নারীরা নাকি সতীত্ব হারায়!

আজও বুঝতে পারলেম না একই কাজে পুরুষদের কি করে সতীত্ব রয়ে যায়?

মেয়েদের ঘরে করে রাখা হয় বন্দী সুরক্ষার নামে।

যাদের জন্যে মেয়েরা পড়ছে বিপদে,সমাজ হচ্ছে কলঙ্কিত তারা বেড়াচ্ছে নির্বিবাদে আরামে।

আমার এসব প্রশ্নেরা মনে দেয় উঁকি সবসময় -

এসব প্রশ্ন কি যাবে রয়ে অমীমাংসিত, নাকি উত্তর পাব এক না এক সময়।

-------



Rate this content
Log in

Similar bengali poem from Abstract