শূন্যতায়
শূন্যতায়


রাতের হাত ধরে গুটি গুটি পায়ে
সূর্যের আলো মেখে
যখন নতুন ভোরের আগমন হয়,
ছটফটে মন তখন ডানা মেলতে চায়
কড়িবর্গার ফাঁক দিয়ে,
কাদা মাটির বর্ণময় শহর
হাতছানি দেয় ব্যস্ততম আর একটি দিনকে,
মুহূর্তে চুরচুর হয়ে ভেঙে যায়
ভোরের স্তব্ধতা!
এতো যে কলকাকলি, কই ভাঙলো নাতো
সেই অভিমানী ঘুম,
তবে কি তার আস্থা নেই জেগে ওঠার
অভ্যস্ত জীবন যাপনের প্রতি?
নাকি জীবন তাকে প্রশ্রয় দেয়নি
আরও একবার সূর্যকিরণ স্পর্শ করতে!
আপাদমস্তক শরীরী অভিশাপে জর্জরিত
একটি জীবন চিরকালের জন্য
ঠাঁই করে নিলো শূন্যতার অনন্ত গহ্বরে।