যান্ত্রিক
যান্ত্রিক


তুমি প্রেমিক হতে চেয়েছিলে
যেদিন প্রথম প্রেমের স্বগুণ নিয়ে এলে
বুঝেছিলাম তাতে কার্পন্য নেই,
তারপর কলকলিয়ে বয়ে গেল
প্রেমের ফল্গুধারা
সে ধারায় প্রেমের জোয়ার ছিলো
কিন্তু সাবধানতার বাঁধ ছিলো না,
একটানা আগলহীন ঢেউয়ের ঝাঁপটায়
দম বন্ধ হয়ে আসছিল,
আর পাঁচটা অভ্যাসের মতো
প্রতিদিন নিয়ম করে প্রেমের বড়ি
গিলতে লাগলাম,
তুমি তো প্রেমিক হয়েই এসেছিলে
তবু কেন এতো তীব্র জ্বলুনি!
এতোটা যান্ত্রিক তুমি কেন হলে বলোতো!!