সরিয়ে নিয়েছি
সরিয়ে নিয়েছি
মাঝে মাঝে মনে হয়
কথার উপরে কথা, তার উপরে কথা--
এইভাবেই তৈরি করি মস্ত একটা প্রাচীর
সেই প্রাচীরের কিনার ঘেঁসে
দাঁড়িয়ে থাকবে তুমি আর আহ্লাদী প্রশ্ন নিয়ে
ভুলিয়ে রাখবো তোমায়,
হঠাৎ চমকে উঠে দেখি কথার উচ্চতায়
ঢাকা পড়ে গেছি, চেষ্টা করেও
পৌছুঁতে পারছিনা তোমার মনঘরে,
আজকাল আর কথাই বলিনা
বহুদিন খোঁজ নিই না রাত্রিময় ভালোবাসার
একসাথে হাঁটি না সরল রৈখিক পথে
হারিয়েছি গুচ্ছ গুচ্ছ কথার স্তবক,
কোনো বাক্যালংকারই ভালো লাগে না আর,
মনে পড়ে বাবা বলতেন--
"দেওয়াল না সরাতে পারলে
নিজেকেই সরাও"!