অন্য ভ্যালেন্টাইন
অন্য ভ্যালেন্টাইন


খোকা খুকু বলে অ আ,তারি মধ্যে
চলছে প্রেমে পড়া,
নাক টিপলে দুধ আর নয়, শুধুই
বখাটে পনা ঘড়া ঘড়া।
ইতিহাসে বলে চিরকাল প্রশাসন
করেছে পাবলিক শাসন,
আজ তারাই উসকাচ্ছে,আনছে আইন,
আর না মানলেই অনশন।
সবার মুখেই ভ্যালেন্টাইন, যদিও তাতে
নেই "ভালো" কোনো "টান",
আর ভালোবাসা না পেয়ে, ভালো মতো
ফেঁসে, হারাচ্ছে সব মান।
অনিয়মেও পরে না আজ বাজ, তাই
হোক প্রেমের সুর বদল,
"৩৭৭এর
"জোরে মেয়েরা টানে মেয়েদের,
আর ছেলেরা?--সবই যে চল।
প্রেমে হলে কুপোকাৎ,মেরে নয় ঠান্ডা, একেবারেই দেয় জল ঢেলে,
কারণ জানে একটির বিনাশ হলে তবেই,
নতুন কিছুর পুনরায় দেখা মেলে।
প্রেমের ক্ষয়ক্ষতি? এ যেন নিজের লেজ
নিজে কামড়ে বনবনিয়ে ঘোরা,
জানি না কোথায় আছে এ রহস্যের
আগা এবং গোড়া।
তবুও কিন্তু প্রেমজ্বরে পড়া চাই, তাতে জীবনে রঙ কিছুটা চড়বে,
আর হিসেবে একভাগ শান্তি ও তিন ভাগ
কাঁপুনি ঠিক মিলবে।