STORYMIRROR

Moitreyee Ghosh

Fantasy

2  

Moitreyee Ghosh

Fantasy

সাথী

সাথী

1 min
318

আকাশ জুড়ে উঠুক ঝড় বাদল কালি মাখুক,

ভালোবাসায় বেঁধেছি গিঁট জীবন ছন্দে চলুক।


এক বাটি সুখ, দুমুঠো খুশি তৃপ্তি তাতেই অনেক,

চিলেকোঠার চিলতেহাসি টুকরো প্রেমের স্তবক।


মাঝ দড়িয়ায় ভয়ের মশাল নিমেষে ভিজে কাই,

লোক লজ্জার অশুভক্ষন গুঁড়িয়ে হলো ছাই।


ঈশান কোণে যদিও জমে বয়ঃসন্ধির ছায়া,

শেষ বিকেলেও সাথী হবো, এমনই যে মায়া।


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Fantasy