নারী মান
নারী মান

1 min

159
শালীনতা সামলাতে
নারী হিমসিম,
শুধু জিন্স সাথে টপ
তারা যে সিলিম।
দুঃশাসনের দল
উঁকি ঝুঁকি মারে,
বিজি তারা সূযোগের
সদ ব্যবহারে।
মুঠোফোনে নানা ছবি
ওরা আধুনিকা,
কেলেঙ্কারিতে ডুবে
খায় ভ্যাবাচ্যাকা।
মর্ডানিটি গায়ে মেখে
ঘোরে যত্রতত্র,
যায় যদি যাক মান
চিন্তা নামমাত্র।
পা'ক নারী স্বাধীনতা
সেটাই অভিপ্রেত,
বেহিসাবি হয়ে যেন
বাড়িও না ক্ষত।