দম্ভ
দম্ভ


শহর মানে তো শুধু ব্যস্ততা নয়
সেখানে বুক চিতিয়ে
দাঁড়িয়ে থাকে
সারি সারি বহুজাতিক
বহুতল,
এখানে "প্রবেশ" শব্দটি সযত্নে
সিন্দুকে তোলা,
জনপদের কোলাহল স্পর্শ করেনা
বহুতলের বাসিন্দাদের,
শুনেছি ফ্ল্যাটের
একটা নীরব দম্ভ আছে।
শহর মানে তো শুধু ব্যস্ততা নয়
সেখানে বুক চিতিয়ে
দাঁড়িয়ে থাকে
সারি সারি বহুজাতিক
বহুতল,
এখানে "প্রবেশ" শব্দটি সযত্নে
সিন্দুকে তোলা,
জনপদের কোলাহল স্পর্শ করেনা
বহুতলের বাসিন্দাদের,
শুনেছি ফ্ল্যাটের
একটা নীরব দম্ভ আছে।