আধুনিকতা
আধুনিকতা


আধুনিক শব্দটি ক্রমশ অত্যাধুনিক হয়ে উঠছে প্রযুক্তির ব্যবহারে,
সিংগল চাইলে, ডাবল মিলছে
চারিদিকে তাই অতিব্যবহার আর
অপব্যবহারের ছড়াছড়ি,
টার্গেট পূরণে শারীরিক শ্রম
এখন আর তেমন সহায়তা করে না,
বরং ছয়ছক্কার ইন্দ্রিয়টি
অনেক দ্রুত সাকসেসে শীলমোহর
লাগাতে সক্ষম হচ্ছে ইন্টারনেটের
মাধ্যমেই।
এক্ষেত্রেও একটির সাথে আর একটি ফ্রি, বহির্বিশ্বের সংবাদ
পরিবেশনের সাথে সাথে জীবনের নগ্নতা এবং গোপনীয়তার
পর্দ্দা ফাঁস করে দিতে "ইন্টার" নামক
জালটির জুড়ি মেলা দায়।
চতুরঙ্গের দু আনা পার করেই ষোলো আনা
খুবলে খাচ্ছে সবাই,
আধুনিকতার ছোট্ট ছায়াটা কবে যে বিশাল
আকার ধারণ করে
সমগ্র সমাজে আঁধার নামিয়ে এনেছে,
তা কেউই লক্ষ্য করেনি
এখন শুধুই অন্ধকার সুরঙ্গে রঙিন
অত্যাধুনিক আলোর ইশারায় হেঁটে চলা,
আর ক্রমাগত হোঁচট খেতে খেতে
দু-পেয়ে থেকে চার-পেয়েতে
বদলে যাওয়ার পালা।